Narendra Modi

মালদহে শুরু মোদী সফরের কাউন্টডাউন, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার জন্য সাজছে মালদহ টাউন স্টেশন

আর মাত্র দু’দিন পর মালদহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালদহ টাউন স্টেশন থেকে উদ্বোধন হবে দেশের প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেস। সফর ঘিরে স্টেশনজুড়ে চলছে সাজসজ্জা ও নিরাপত্তা প্রস্তুতি।

মালদহ টাউন স্টেশন
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১০:৩৯

আর মাত্র দু’দিন পরেই মালদহে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সফরকে ঘিরে চলছে মালদহ টাউন স্টেশনে চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। এখান থেকেই দেশের প্রথম ‘স্লিপার ক্লাস’ বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী। সেই কারণে স্টেশনের সামনের অংশ কার্যত আপাদমস্তক বদলে ফেলা হচ্ছে। রাতদিন এক করে চলছে কাজ। রেলের শীর্ষ আধিকারিকেরা সেই কাজের তদারকি করছেন।

রেল সূত্রের খবর, ১৬ জানুয়ারি স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেসের রেক মালদা টাউন স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছোবে। প্রস্তুতির জন্য ১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত স্টেশনের এক ও দু'নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনও ট্রেন চলাচল করবে না। একই দিনে মালদহে পৌঁছোবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রধানমন্ত্রী আসার আগে তিনি নিজে স্টেশনের পরিকাঠামো খতিয়ে দেখবেন।

স্টেশনের সামনের অংশে সৌন্দর্যায়নের কাজ প্রায় শেষের পথে। মূল প্রবেশ পথের দু’পাশে গম্ভীরা লোকশিল্পের আদলে তৈরি বিশাল মুখোশ বসানো হয়েছে। স্টেশনের বাইরে সবুজ ঘাসের ওপর স্থাপন করা হয়েছে শ্রীচৈতন্যের ফাইবারের মূর্তি। পাশাপাশি বাঁকুড়ার টেরাকোটা শিল্পের ম্যুরাল এবং নতুন চারাগাছ দিয়ে সাজানো হচ্ছে চত্বর।

শনিবার ডিভিশনের ডিআরএম মনীশ কুমার গুপ্ত মালদহ টাউন স্টেশন পরিদর্শনে যান। ডিভিশনের ঊর্ধ্বতন রেল আধিকারিকরা তাঁর সঙ্গে ছিলেন।

রেল সূত্রে আরও জানা গিয়েছে, ১৭ জানুয়ারি মালদহ টাউন স্টেশন থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার কোচের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই দিনে তিনি আরও ছ’জোড়া ট্রেনের উদ্বোধন করবেন। উদ্বোধনের প্রথম দিনে যাত্রীরা কামাখ্যা পর্যন্ত বিনামূল্যে যাত্রার সুযোগ পাবেন বলেও রেল সূত্রে জানা গিয়েছে।


Share