JEE Main

সরস্বতী পুজো ও নেতাজি জন্মদিনকে সম্মান, সুকান্ত মজুমদারের চিঠিতে সিদ্ধান্ত বদল ন্যাশনাল টেস্টিং এজেন্সির

বাংলা সরস্বতী পুজো ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের কথা মাথায় রেখে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের চিঠির অনুরোধে ২৩ জানুয়ারির জয়েন্ট এন্ট্রেস(মেইনস) পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

NTA-এর পোস্ট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১০:২৫

পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রাস (মেইনস) পরীক্ষা পিছিয়ে দেওয়া হল। আগামী ২৩ জানুয়ারি রাজ্যে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সেই সিদ্ধান্তের বিরোধিতা করে রাজ্য সরকার ও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি দু’পক্ষই আপত্তি তোলে। কারণ, চলতি বছরে ২৩ জানুয়ারিই সরস্বতী পুজো, পাশাপাশি ওই দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সেই দিনই কেন সর্বভারতীয় স্তরের এই গুরুত্বপূর্ণ পরীক্ষা রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন ওঠে।

এই নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রকাশ্যে আপত্তি জানান। তিনি বলেন, "রাজনৈতিক ভাবে ওঁরা মুখে বলেন, নেতাজিকে সম্মান দেন। কিন্তু নেতাজির জন্য কী করেছেন, তা সকলেই জানেন। কেউ কিছু করেননি। নেতাজিকে যেটুকু সম্মান জানানোর আমাদের রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আর সেই সম্মানের বহরের শেষ নমুনা হচ্ছে নেতাজির জন্মদিনে জয়েন্ট পরীক্ষা ফেলা। আমার মনে হয়, এর নেপথ্যে কোন রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, তা তাঁরাই বলতে পারবেন। নেতাজির জন্মদিনকে এ ভাবে অবহেলা বা তাচ্ছিল্য করার চেষ্টা আছে কি না, বুঝতে পারছি না। কিন্তু ধারাবাহিক ভাবে বাঙালি মহাপুরুষদের অপমান করার একটা প্রবণতা দেখতে পাই কেন্দ্রীয় বিজেপি নেতাদের কথাবার্তায়। এটা তারই সম্প্রসারণ কি না, তা ভাবার বিষয়।"

এদিকে, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সচিবকে চিঠি পাঠান রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারও। সব দিক বিবেচনা করে শেষ পর্যন্ত পরীক্ষা পিছোনোর সিদ্ধান্ত নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, '২৩ জানুয়ারি সরস্বতী পুজো উদযাপন নিয়ে পশ্চিমবঙ্গ থেকে আবেদন পাওয়া গিয়েছে। আর তাই সিদ্ধান্ত হয়েছে।” তাঁরা জানিয়েঠে, ২০২৬ সালের ২৩ জানুয়ারি জয়েন্ট এন্ট্রাস (মেইনস) পরীক্ষায় যে প্রার্থীরা বসবেন, তাঁদের জন্য অন্য একটি তারিখ ঠিক করা হবে।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জানিয়েছে, কিছু জানার থাকলে, তা সরাসরি ন্যাশনাল টেস্টিং এজেন্সি হেল্পডেস্কে-এ মেসেজ করে পরীক্ষার্থীরা জানতে পারবেন। ই-মেলও করতে পারেন jeemain@nta.ac.in-এ। ফোন করতে চাইলে 011-40759000 নম্বরে যোগাযোগ করতে পারবেন।


Share