Rape Accused Arrest

হিন্দমোটর ধর্ষণকাণ্ডে বাড়ল গ্রেফতারির তালিকা, তৃণমূল কর্মীর সঙ্গী-সহ ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজন

হিন্দমোটরের বন্ধ কারখানায় নাবালিকা ধর্ষণকাণ্ডে গ্রেফতার আরও দুই অভিযুক্ত। মূল অভিযুক্ত তৃণমূল কর্মীর ঘনিষ্ঠ বলে দাবি পুলিশ সূত্রের। ঘটনায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে, ধৃত চারজনই শ্রীরামপুর আদালতে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হিন্দমোটর
  • শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ০৩:৩৫

হিন্দমোটরের বন্ধ কারখানায় নাবালিকা ধর্ষণকাণ্ডে গ্রেফতার আরও দুই অভিযুক্ত। ধৃতদের নাম নীলেশ চৌধুরী ও বিশ্বজিৎ বেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা মূল অভিযুক্ত তৃণমূল কর্মী দীপঙ্কর অধিকারীর ঘনিষ্ঠ সঙ্গী।

এর আগে এই ঘটনায় দীপঙ্কর অধিকারী ও নাবালিকার এক বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, গত ৮ জানুয়ারি হিন্দমোটরের বন্ধ কারখানার পরিত্যক্ত কোয়ার্টারে নাবালিকাকে নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয়। অভিযুক্তরা নিজেদের সিভিক ভলান্টিয়ার পরিচয় দিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, অভিযুক্ত দীপঙ্কর তৃণমূল যুব নেতা পরিচয়ে এলাকায় তোলাবাজি ও হুমকি দিত এবং তাকে আড়াল করার চেষ্টা করছে পুলিশ। যদিও পুলিশ সেই অভিযোগ অস্বীকার করেছে।

ঘটনার পরদিনই দু’জনকে গ্রেফতার করা হয়। এরপর পাঁচ দিন পর আরও দু’জনকে পাকড়াও করল পুলিশ। ধৃত চারজনকেই আগামীকাল শ্রীরামপুর আদালতে পেশ করা হবে।


Share