Nipa Virus Contamination

১০০ ছাড়িয়ে গেল নিপা ভাইরাসে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা, কারণ নিয়ে ধন্দে চিকিৎসকেরা

নিপা ভাইরাসে নার্সের আক্রান্ত হওয়ার ঘটনায় শুক্রবার পর্যন্ত চিকিৎসক, নার্স, স্বাস্থকর্মী ও পরিবারের সদস্য-সহ মোট ১০৩ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্যাধিকারিক জয়রাম হেমব্রম।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান
  • শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১১:৩৪

১০০ ছাড়িয়ে গেল নিপা ভাইরাসে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা। পূর্ব বর্ধমানে হোম আগে ৮২ জনকে হোম কোয়ারেন্টাইন করা হয়। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১০৩-এ। কীভাবে সংক্রমণ হচ্ছে, সেই বিষয়ে এখনও অনিশ্চিত। তবে খেজুর রস কাঁচা খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। নিপা ভাইরাসে নার্সের আক্রান্ত হওয়ার ঘটনায় শুক্রবার পর্যন্ত চিকিৎসক, নার্স, স্বাস্থকর্মী ও পরিবারের সদস্য-সহ মোট ১০৩ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্যাধিকারিক জয়রাম হেমব্রম।

জেলা মুখ্য স্বাস্থ্যাধিকারিক জয়রাম হেমব্রম জানিয়েছেন, "বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের যে হাউস স্টাফ রোগীর সংস্পর্শে এসেছেন, তাঁকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত যে ৮০ জনের স্যাম্পেল পাঠানো হয়েছিল। তার মধ্যে ১৮ জনের রিপোর্ট ইতিমধ্যেই চলে এসেছে। এই ১৮ জনের মধ্যে ১৪ জন বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের, চার জন কাটোয়া হাসপাতালের। প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। এটা স্বস্তির কারণ।”

তিনি জানান, প্রথম দিন ৪৮ জন, দ্বিতীয় দিন ৮২ জন ছিলেন হোম কোয়েন্টাইনে। এখনও পর্যন্ত রোগীর সংস্পর্শে এসেছেন এমন ১০৩ জনের তালিকা তৈরি করা হয়েছে। তাঁদের প্রত্যেককেই হোম কোয়েন্টাইনে থাকতে বলা হয়েছে।


Share