Fire Incident In Bangladesh

বাংলাদেশে ঢাকার আবাসনে অগ্নিকাণ্ড! ঝলসে মৃত্যু তিনজনের, জখম একাধিক

তালহা বিন জসিম বলেন, ‘শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। ফ্ল্যাটগুলিতে প্রচুর কাঠের আসবাবপত্র ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’

ভয়াবহ অগ্নিকাণ্ড।
নিজস্ব সংবাদদাতা, ঢাকা
ঢাকা
  • শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ০৯:৫২

বাংলাদেশে অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে ঢাকার উত্তরায় একটি আবাসনে আগুন লাগে। ঘটনায় ছ’জনের মৃত্যু হয়েছে। ঘটনায় একাধিক ব্যক্তি জখম হয়েছে। নিহতদের মধ্যে দু’জন মহিলা, একজন পুরুষ এবং এক শিশু রয়েছে বলে খবর। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছোয় দমকল। উদ্ধারকাজ চলছে। শর্ট সার্কিট থেকেই আগুন বলেই প্রাথমিক তদন্তে অনুমান দমকলের।

দমকল বিভাগের জনসংযোগ বিভাগের কর্তা তালহা বিন জসিম জানান, এ দিন সকাল পৌনে আটটা নাগাদ উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি আবাসনে আগুন লেগে যায়। জানা গিয়েছে, আবাসনের দোতলায় আগুন লাগে। ক্রমেই সেই আগুন দোতলার বেশ কয়েকটি ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন অনেকে। আগুন ছড়িয়ে পড়ে তিন তলাতেও।

আগুন লাগার কিছু ক্ষণের মধ্যেই সেদেশের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। এরপর উদ্ধারকার্য শুরু হয়। কিন্তু ততক্ষণে ঝলসে মৃত্যু হয় তিন জনের। প্রায় ১৩ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

কাঠের আসবাবপত্রের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে দাবি করেন তালহা বিন জসিম। তাঁর কথায়, ‘শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। ফ্ল্যাটগুলিতে প্রচুর কাঠের আসবাবপত্র ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’


Share