Kabaddi Killers Caught

সেলফি তোলার বাহানায় খুন করে ভিন রাজ্যে পলাতক! হাওড়া স্টেশনে পুলিশের জালে পঞ্জাবের তিন গ্যাংস্টার

পঞ্জাবের কুখ্যাত গ্যাংয়ের তিনজনকে হাওড়া থেকে গ্রেফতার, মোহালিতে খুন হওয়া কবাডি খেলোয়াড় রানা বালাচৌরিয়ার হত্যার মামলায়। অভিযুক্তরা নেপাল হয়ে পালানোর চেষ্টা করছিল, পুলিশ এসটিএফ সতর্ক করে ধরা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ০৭:০৩

পঞ্জাব থেকে হাওড়া পর্যন্ত গা ঢাকা দিলেও শেষ রক্ষা হলো না। পঞ্জাবের গ্যাংয়ের সদস্যদের মধ্যে তিন জনকে হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে, যাদের বিরুদ্ধে পঞ্জাবের কবাডি খেলোয়াড় রানা বালাচৌরিয়ার হত্যার অভিযোগ রয়েছে।

গোলাবাড়ি থানার পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গ্রেফতার হওয়া তিনজনের নাম করণ পাঠক, তরণদীপ সিং এবং আকাশদীপ সিং। ধৃতেরা সবাই পঞ্জাবের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গত ১৫ ডিসেম্বর মোহালিতে একটি খেলার সময় রানা বালাচৌরিয়াকে খুন করা হয়। অভিযুক্তরা সেলফি তোলার অজুহাতে কাছে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পর থেকে পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল।

সূত্রের খবর, অভিযুক্তেরা পঞ্জাব থেকে নেপাল হয়ে গ্যাংটকে যায় এবং পরে ভারতে ফিরে কয়েক দিন কলকাতায় গা ঢাকা দেয়। অনুমান, রবিবার রাতে তারা হাওড়া স্টেশন থেকে ট্রেনে চেপে পালানোর চেষ্টা করছিল। শেষ মুহূর্তে খবর পেয়ে এসটিএফ সতর্ক করে গোলাবাড়ি থানাকে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে তিনজনকে গ্রেফতার করে।


Share