BJP Protest On Minor Rape

হুগলির হিন্দমোটরে নাবালিকা ধর্ষণকাণ্ডে বিক্ষোভ বিজেপির, উত্তরপাড়া থানার সামনে অবস্থান ফাল্গুনী পাত্রের

রবিবার সন্ধ্যায় উত্তরপাড়ায় নাবালিকা ধর্ষন কাণ্ডের প্রতিবাদে পথে নামে বিজেপি। ঘটনার তৃণমূলের যুবনেতা প্রধান অভিযুক্ত হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী - সমর্থকেরা থানার সামনে বেশ কিছুক্ষণ শ্লোগান দেওয়া হয়। এরপর রাস্তাতেই অবস্থান বিক্ষোভ দেখান তাঁরা।

বিজেপির বিক্ষোভ।
নিজস্ব সংবাদদাতা, উত্তরপাড়া
  • শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১১:১২

হিন্দমোটরে দশম শ্রেণী স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় উত্তাল উত্তরপাড়া এলাকা। এ দিন উত্তরপাড়া থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী ও সমর্থকেরা। বিক্ষোভে সামিল হন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। থানার সামনে বসে দীর্ঘক্ষণ ধরে চলে বিজেপির অবস্থান বিক্ষোভ।

রবিবার সন্ধ্যায় উত্তরপাড়ায় নাবালিকা ধর্ষন কাণ্ডের প্রতিবাদে পথে নামে বিজেপি। ঘটনার তৃণমূলের যুবনেতা প্রধান অভিযুক্ত হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী - সমর্থকেরা থানার সামনে বেশ কিছুক্ষণ শ্লোগান দেওয়া হয়। এরপর রাস্তাতেই অবস্থান বিক্ষোভ দেখান তাঁরা। 

ঘটনায় ফাল্গুনী পাত্র জানান, এটাই পশ্চিমবঙ্গের স্মৃতি প্রত্যেকদিন এরম ঘটনা ঘটে। এখানে কোন শিল্প নেই। যারা রেফ করছে তাদের বাড় বাড়ন্ত রয়েছে পশ্চিমবঙ্গে। যে জায়গায় ঘটনা ঘটেছে সেটা সরকার অধিগ্রহণ করেছে সেই জায়গায় নিয়ে গিয়ে এরকম জঘন্য ঘটনা ঘটিয়েছে আসলে এই সমস্ত জায়গা সুরক্ষিত জায়গা। যে করেছে সে একজন তৃণমূল কর্মী। তিনি বলেন, "এই পশ্চিমবঙ্গে কোন খুন, ধর্ষণ অত্যাচার হলে মুখ্যমন্ত্রী তাদের সাজা দেন না। তাদের আড়াল করে। শাসক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ আছে বলেই এই ঘটনা ঘটিয়েছে।" 

আদালতে যাবার পথে অভিযুক্ত দীপঙ্কর অধিকারী সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি করেন তাকে বাঁচানোর। সে প্রসঙ্গে তিনি বলেন, "কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে তো ন্যায় বিচার চাইবে। কারণ তিনিই ঠিক ন্যায় দিতে পারবেন। মহুয়া মিত্র কল্যাণ ব্যানার্জির যে কথাবার্তা তারা কেমন ন্যায় দিতে পারে সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। যারা মহিলাদের সম্মান দিতে পারেনা তারা কিভাবে নেয় দেবে।" 

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় হুগলির হিন্দমোটরে বন্ধ কারখানার ভেতর এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল। ধর্ষণে অভিযুক্ত শাসকদলের যুবনেতা দীপঙ্কর অধিকারী ওরফে সোনাই। শুক্রবার দীপঙ্কর-সহ আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। সেদিনই তাদের শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। বিষয়টি এখনও বিচারাধীন রয়েছে। 


Share