Mamata Banerjee

এসআইআর শুনানিতে আধার না নেওয়ার অভিযোগে সরব মমতা, বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে বৈষম্যের দাবি

সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে এসআইআর শুনানিতে আধার না নেওয়ার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। অন্য রাজ্যের তুলনায় বাংলায় সাধারণ মানুষ ও বিএলওদের হয়রানির অভিযোগ তুলে রাজনৈতিক উদ্দেশ্যের ইঙ্গিত।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ০৯:৪৮

সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এসআইআর শুনানিতে নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ড গ্রহণ করা হচ্ছে না। এমনই অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরের আগে তিনি দাবি করেন, বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে এসআইআর শুনানিতে বিভিন্ন নথিতে ছাড় দেওয়া হলেও পশ্চিমবঙ্গে অযথা সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্ট আধার কার্ড নেওয়ার কথা বললেও তা গ্রহণ করা হচ্ছে না৷ প্রাক্তন বিদেশ সচিবকেও শুনানিতে ডাকা হয়েছে৷ অমর্ত্য সেনকেও ডাকা হয়েছে৷ আদালতে মামলা চলছে৷ আদালত সিদ্ধান্ত নেবে৷ আমরা মানুষের সঙ্গে ছিলাম, আছি, থাকব৷ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে এই লড়াই চলছে, চলবে৷’

এসআইআর সংক্রান্ত হয়রানির অভিযোগকে কেন্দ্র করে বেলডাঙায় যে অশান্তি ছড়িয়েছে, তার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, এসআইআর প্রক্রিয়ায় অতিরিক্ত চাপের কারণে বিএলও-রাও বিপর্যস্ত হয়ে পড়ছেন।

তিনি আরও বলেন, ‘অন্য রাজ্যে সব নথি গ্রহণ করা হচ্ছে৷ বাংলায় করা হচ্ছে না৷ চেয়ারের নিরপেক্ষতা রক্ষা করুন, মানুষ আপনাকে শ্রদ্ধা করবে৷’


Share