Arms Seized Ahead Prime Minister

প্রধানমন্ত্রীর সফরের আগে মালদহে দু'টি পাইপগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার, সামসি রেল স্টেশন থেকে গ্রেফতার যুবক

১৭ জানুয়ারির প্রধানমন্ত্রীর মালদহ সফরের আগে কড়া নিরাপত্তার মধ্যেই সামসি রেল স্টেশন এলাকা থেকে উদ্ধার দু'টি পাইপগান ও পাঁচ রাউন্ড গুলি। পুলিশের তৎপরতায় গ্রেফতার এক যুবক, শুরু তদন্ত।

মালদহে উদ্ধার আগ্নেয়াস্ত্র
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ০৬:১৬

১৭ জানুয়ারি রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মালদহ জেলা। কিন্তু এই আবহের মধ্যেও মালদহ থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলি। পুলিশের তৎপরতায় গ্রেফতার এক যুবক। ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া থানার অন্তর্গত সামসি ফাঁড়ি এলাকায়। সামসি রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে এই যুবককে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে দু'টি পাইপগান এবং পাঁচ রাউন্ড গুলি। উদ্ধারের পর পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর আসন্ন সফরের আগে মালদহে পুরাতন মালদহ থানা এলাকায় সাহাপুর বাইপাস সংলগ্ন মাঠে বৃহস্পতিবার দুপুর দু'টো নাগাদ বায়ুসেনার হেলিকপ্টারের মহড়া অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই এই মহড়া চালানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৭ই জানুয়ারি মালদহ সফরে আসছেন। সেই সফরকে কেন্দ্র করে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা এখন চরমে। ইতিমধ্যেই সাহাপুর বাইপাস সংলগ্ন মাঠে প্রধানমন্ত্রীকে বহনকারী বায়ুসেনার হেলিকপ্টার অবতরণের জন্য একটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সেই হেলিপ্যাডে বায়ুসেনার হেলিকপ্টারের ওঠানামা সংক্রান্ত মহড়া চালানো হয়।

এই মহড়ার মাধ্যমে হেলিপ্যাডের প্রস্তুতি, নিরাপত্তা বলয়, জরুরি পরিস্থিতিতে প্রতিক্রিয়া ব্যবস্থা এবং প্রশাসনিক সমন্বয় খতিয়ে দেখা হয়। মহড়াকে ঘিরে গোটা এলাকা সাময়িক ভাবে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।

প্রশাসনিক সূত্রে আরও জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সভাস্থল ও আশপাশের এলাকায় মেটাল ডিটেক্টর, পুলিশ কুকুর দিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী।

প্রধানমন্ত্রীর মালদহ সফরকে সামনে রেখে সাহাপুর বাইপাস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।


Share