Mysterious Death

পুরুলিয়ায় বহুতল থেকে পড়ে মৃত্যু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর, সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে শুরু তদন্ত

বৃহস্পতিবার দুপুরে শহরের আমডিহা এলাকায় একটি বহুতল আবাসন থেকে পড়ে মৃত্যু হয় পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র প্রীতম সরকারের। তবে আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া
  • শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ০৯:২৭

বাড়ি থেকে প্রায় দু’কিলোমিটার দূরে একটি বহুতল আবাসন থেকে পড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃতের নাম প্রীতম সরকার (১৮)। বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়া শহরের ৬ নম্বর ওয়ার্ডের আমডিহা এলাকায় ঘটনাটি ঘটে।

মৃত প্রীতম পুরুলিয়া শহরের ৯ নম্বর ওয়ার্ডের কেতকার রামজীবন সরকার স্ট্রিটের বাসিন্দা। সে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল প্রীতম। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরের দিকে স্থানীয় বাসিন্দারা ওই বহুতল আবাসনের উপরের দিক থেকে দেওয়ালের পাশ ঘেঁষে এক যুবককে পড়ে যেতে দেখেন। সঙ্গে সঙ্গে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তারপর তড়িঘড়ি পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ফটোকপি করার কথা বলে এ দিন বাড়ি থেকে বেরিয়েছিল প্রীতম। কিন্তু তার মৃত্যুকে সহজভাবে মেনে নিতে পারছে না পরিবার। মৃত ছাত্রের কাকু অদ্রীশ সরকার বলেন, “ওর মৃত্যু নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। বিষয়টি ঠিকভাবে তদন্ত হওয়া দরকার।” এদিকে পুলিশ জানিয়েছে, সত্যিই ছাত্রটি বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা যাচাইয়ে ওই আবাসনের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


Share