TMC-BJP Clash

বিক্ষোভ দেখাতে গিয়ে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, আক্রান্ত সংবাদ মাধ্যমও

এই ঘটনার খবর করতে গেলে সংবাদমাধ্যমের উপর নেমে আসে আক্রমণ। একাধিক সাংবাদিক কর্মীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

বিজেপি নেতাকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১০:০৪

কাঠের চালা দিয়ে বেধড়ক মারধর করা হয় বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তীকে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগ উঠেছে। এ দিন রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে নদিয়ার শান্তিপুর থানার আরবান্দি দু'ই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। খবর সংগ্রহ করতে গিয়ে সংবাদমাধ্যমও আক্রান্ত হয়েছে।

জানা গিয়েছে, ওই এলাকায় একটি শিশু উদ্যান ও একটি রাস্তা তৈরীর ফলক লাগানো হয়। দীর্ঘদিন আগে ফলক লাগানো হলেও রাস্তার কোনও রকম কাজ হয়নি। এ দিন এই দু'ই ঘটনার প্রতিবাদ জানায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। তার সঙ্গে বিজেপির তরফ থেকে ওই এলাকায় বিক্ষোভ দেখানো হয়। শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছিলেন।

এর পরেই এলাকার তৃণমূল কর্মীরা সেখানে জড়ো হতে থাকে। অভিযোগ, সেই আচমকাই বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়। মারধর করতে শুরু করে। এমনকী, বিজেপি কর্মীদের লাঠি উচিয়ে নিয়ে মারধর করতে যায় বলেও অভিযোগ। এই ঘটনার খবর করতে গেলে সংবাদমাধ্যমের উপর নেমে আসে আক্রমণ। একাধিক সাংবাদিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে।

সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়ে চঞ্চল চক্রবর্তী। পরবর্তীকালে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। যদিও তৃণমূলের দাবি, এলাকায় গুন্ডামি করেছিল বিজেপি কর্মীরা। এলাকাবাসী তার প্রতিরোধ করে। ঘটনায় নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।


Share