Maoist Surrender

ছত্তীসগঢ়ের মাওবাদী শিবিরে বড় ধস, দু’দিনে আত্মসমর্পণ ৮১ জন জঙ্গি, মাথার দাম ছিল দেড় কোটি টাকা

ছত্তীসগঢ়ে ধারাবাহিক আত্মসমর্পণ। সুকমা ও বিজাপুরে দু’দিনে ৮১ মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পণ করল, ২১ জন মহিলা। এক কোটি ৪১ লক্ষ টাকার পুরস্কারভুক্তরা পুনর্বাসনের পথে, ‘পুনা মারগেম’ প্রকল্পে সাফল্য।

আত্মসর্মপন জঙ্গিদের
নিজস্ব সংবাদদাতা, ছত্তীসগঢ়
  • শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ০৮:১৪

বুধবার ছত্তীসগঢ়ের সুকমায় পুলিশ ও সিআরপিএফের কাছে আত্মসমর্পণ করেন ২৯ জন মাওবাদী জঙ্গি। এর পরের দিনই বিজাপুরে আরও ৫২ জন মাওবাদী জঙ্গি আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন ২১ জন মহিলা। পুলিশ সূত্রে খবর, এ দিন যাঁরা আত্মসমর্পণ করেছেন তাঁদের মধ্যে ৪৯ জনের মাথার মোট দাম ছিল সব মিলিয়ে এক কোটি ৪১ লক্ষ টাকা।

বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্রকুমার যাদব জানান, বৃহস্পতিবার যাঁরা আত্মসমর্পণ করেছেন তাঁরা মূলত দণ্ডকারণ্য স্পেশ্যাল জোনাল কমিটি, অন্ধ্রপ্রদেশ-ওডিশা সীমা কমিটি এবং ব্রহ্মগড় এরিয়া কমিটির সদস্য। ‘পুনা মারগেম’ প্রকল্পের অধীনে এই মাওবাদীরা জঙ্গিরা পুলিশ এবং সিআরপিএফ আধিকারিকদের সামনে আত্মসমর্পণ করেন।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন লখখু করম ওরফে অনিল, যিনি মাওবাদী ডিভিশনাল কমিটির সদস্য। এ ছাড়াও, প্ল্যাটুন পার্টি কমিটির সদস্য লক্ষ্মী মাঢবী ও চিন্নি সোধিও আত্মসমর্পণ করেছেন। তাঁদের প্রত্যেকের মাথার দাম ছিল আট লক্ষ টাকা। পাশাপাশি ১৩ জনের মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা করে, ১৯ জনের দু’লক্ষ টাকা করে এবং ১৪ জনের এক লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা ছিল।

আত্মসমর্পণকারী প্রত্যেক মাওবাদীকে আপাতত ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি নীতি অনুযায়ী তাঁদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছে পুলিশ। সরকারের কাজে তাঁরা সন্তুষ্ট হয়েছেন। তাই তাঁরা সরকার বিরোধী জঙ্গি আন্দোলনকে দূরে সরিয়ে সমাজের মূল স্রোতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, এর আগে চলতি মাসের ৯ তারিখ দান্তেওয়াড়ায় ৬৩ জন মাওবাদী জঙ্গি আত্মসমর্পণ করেছিলেন, যাঁদের মধ্যে ১৮ জন মহিলা ছিলেন। সেই দলে ৩৬ জনের মাথার দাম ছিল এক কোটি ১৯ লক্ষ টাকার বেশি। তারও আগে ৭ জানুয়ারি সুকমায় ২৬ জন মাওবাদী আত্মসমর্পণ করে মূলস্রোতে ফেরেন।

চলতি বছরের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী সমস্যা পুরোপুরি নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। পুলিশ জানিয়েছে, শুধু গত বছরেই ছত্তীসগঢ়ে দেড় হাজারের বেশি মাওবাদী জঙ্গি আত্মসমর্পণ করেছেন।


Share