Road Accident

জয়পুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, প্রতিবাদে ভাঙচুর উত্তেজিত জনতার

রবিবার দুপুরে জয়পুর পেট্রল পাম্পের কাছে হাওড়া–ঝিকিরা রুটের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান কার্তিক দোলুই (৭০)। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা বাসে ভাঙচুর চালালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ০৯:৫০

হাওড়ার জয়পুর থানা সংলগ্ন এলাকায় বাস দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। রবিবার দুপুরে জয়পুর পেট্রল পাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটে। হাওড়া–ঝিকিরা রুটের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান কার্তিক দোলুই (৭০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে ঝিকিরা বাজারের কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঘটনায় পথচারী কার্তিক দোলুইকে সজোরে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, মৃতের বাড়ি অমরাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার কাঁকরোল গ্রামে।

এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ঘাতক বাসটিতে ভাঙচুর চালান। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় জয়পুর থানার পুলিশ। পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়দের অভিযোগ, হাওড়া থেকে ঝিকিরা রুটে চলাচলকারী বাসগুলির অধিকাংশই বেপরোয়া গতিতে চলে। এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি বাসিন্দাদের। তাঁদের বক্তব্য, অবিলম্বে এই রুটে বাসের গতি নিয়ন্ত্রণ ও কড়া নজরদারির ব্যবস্থা করা না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুর্ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Share