Marathon

স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তীতে চুঁচুড়ায় অনুষ্ঠিত হল ম্যারাথন দৌড়

দৌড়ে যোগ দেওয়া প্রতিযোগীদের উৎসাহ বাড়াতে পুলিশ কমিশনার নিজেও ম্যারাথনে যোগ দেন। পুলিশ কমিশনার জানান, বিকালে কমিশনার কাপ ফুটবল খেলার ফাইনাল হবে। যে খেলা আটটি দল নিয়ে শুরু হয়েছিল। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হবে।

অনুষ্ঠিত হল 'ম্যারাথন' দৌড়
নিজস্ব সংবাদদাতা, চন্দননগর
  • শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ০৭:০৯

স্বাস্থ্য ভালো রাখতে মাঠে আসতে হবে, মোবাইল ছেড়ে দৌড়তে হবে। এই ভাবনাকে সামনে রেখে স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তীতে "রান ফর হেলথ"-এর আয়োজন করে চন্দননগর পুলিশ কমিশনারেট। 

সোমবার ১২ জানুয়ারী স্বামী বিবেকানন্দের জন্মদিন। সেই উপলক্ষে চুঁচুড়া মাঠ থেকে 'রান ফর হেলথ ম্যারাথন' দৌড় অনুষ্ঠিত হল। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি-সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। প্রাক্তন অ্যাথলিট সরস্বতী সাহা, মনোরঞ্জন পাড়ুইও উপস্থিত ছিলেন।

ম্যারাথনের দীর্ঘতা ছিল পাঁচ ও দশ কিলোমিটার। এই দৌড় চুঁচুড়া থেকে শুরু হয়ে গঙ্গার পার ধরে ইমামবাড়া চক বাজার, বালির মোড়, ব্যান্ডেল হুগলি মোড় ও পিপুলপাতি হয়ে আবার চুঁচুড়া মাঠে শেষ হয়। ছোটোদের সঙ্গে অনেক প্রবীনদের দৌড়ে অংশ নিতে দেখা যায়।


Share