TMC Leader Murder At Hooghly

কোন্নগরের তৃণমূল নেতা মারা গেলেন এসএসকেএম হাসপাতালে, দেহে একাধিক আঘাত নিয়ে ভর্তি ছিলেন তিনি

পিন্টুর শরীরে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। বুধবার সন্ধ্যায় ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর চড়াও হয় দুষ্কৃতীরা।

হুগলিতে খুন তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী।
নিজস্ব সংবাদদাতা: কোন্নগর
  • শেষ আপডেট:৩১ জুলাই ২০২৫ ১২:১৪

শেষরক্ষা হল না। মারা গেলেন কোন্নগরের তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না। বুধবার সন্ধ্যায় নিজের অফিসের বাইরে কয়েকজন দুষ্কৃতী তাঁকে এলোপাথাড়ি কোপায় বলে অভিযোগ। দেহে একাধিক ক্ষত নিয়ে তাঁকে প্রথমে কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রের খবর, পিন্টুর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হাতের কব্জি কেটে পড়ে গিয়েছে। আঘাতের ফলে একটি চোখ বাইরে বেড়িয়ে এসেছে। তাঁর ঘাড় এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে। এর জেরে অত‍্যাধিক রক্তক্ষরণ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাঁর দেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে। বুধবার রাতে এসএসকেএম হাসপাতালের যান রাজ্যের পরিবহণ দফতরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীও।

কানাইপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নার গ‍্যাসের ব‍্যবসা ছিল। জানা গিয়েছে, নিজের দোকান থেকে বেরিয়ে বাইকে ওঠার সময় দুষ্কৃতীরা তাঁর ওপর হামলা চালায়। এ দিন মৃত তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তীর ঘনিষ্ঠরা দাবি করেছেন, পিন্টু এলাকায় যথেষ্ট কাজ করতেন। রাজনীতির উর্ধ্বে গিয়েও তাঁর পরিচিতি ছিল। অসময় মানুষের পাশে দাঁড়াতেন। কে বা কারা এই কাজ করেছে তা তদন্ত করে দেখুক পুলিশ। অপরাধীদের কঠোর শাস্তি দাবি করেছেন তাঁরা।

এই ঘটনার পরে ঘটনাস্থলে আসেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। তিনি প্রায় দু’ঘন্টা ঘটনাস্থল পরিদর্শনের পরে সেখান থেকে বেরিয়ে যান।

স্থানীয় সুত্রের খবর, দু’জন দুষ্কৃতী এসেছিল। ঘটনার পরে পায়ে হেঁটে দিল্লি রোডের দিকে কিছুটা এগিয়েও যায় তাঁরা। রাস্তায় সিসিটিভি ফুটেজ তদন্তকারীরা সংগ্রহ করে খতিয়ে দেখছেন। এই খুনের নেপথ্যে রাজনৈতিক কারণ নাকি ব‍্যবসায়ীক কারণ তা-ও তদন্ত করে দেখছে পুলিশ।

বুধবার ডিসি (শ্রীরামপুর) অর্ণব বিশ্বাস বলেন, “সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে। গ‍্যাসের দোকান থেকে বেরিয়ে বাইকে ওঠার সময় ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা করে। আমরা দু’জনকে চিহ্নিত করতে পেরেছি।” তিনি আরও বলেন, “তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। কী কারণে খুন এখনই বলা সম্ভব নয়।”


Share