One More Arrest In Durgapur Rape Case

দুর্গাপুরের ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার পুরসভার অস্থায়ী কর্মী! ধৃতের সংখ্যা বেড়ে হল চারজন

নির্যাতিতা ছাত্রীর ওড়িশার বালেশ্বরের বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্গাপুরের বেসরকারি আইকিউ সিটি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া। নির্যাতিতার পরিবার সুত্রের খবর, শুক্রবার রাত ন’টা নাগাদ এক সহপাঠীর সঙ্গে ক‍্যাম্পাসের বাইরে খাবার খেতে গিয়েছিলেন।

গ্রেফতারির সংখ্যা বেড়ে চারজন।
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট:১৩ অক্টোবর ২০২৫ ১১:৩৪

দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেলের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার আরও এক। পুলিশ সূত্রের খবর, ধৃত দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মী। এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার জন। সোমবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে। বাকি আরও এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।

ধৃতের নাম শেখ নাসিরুদ্দিন। রবিবার রাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সুত্রের খবর, সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের সকলের ডিএনএ পরীক্ষা করা হবে। তারও প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এখনও পর্যন্ত অভিযোগকারী তরুণীর সহপাঠী আটক রয়েছে। জানা গিয়েছে, তদন্তের পাশাপাশি নিরাপত্তার স্বার্থে যুবককে আটক করে রাখা হয়েছে। এর আগে শেখ রিয়াজুদ্দিন, অপু বাউড়ি এবং ফিরদৌস শেখ নামে তিন যুবককে গ্রেফতার করা হয়।

রবিবার তিন অভিযুক্তকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। আজ, শেখ নাসিরুদ্দিনকে আদালতে পেশ করা হবে। হেফাজতে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে বলে জানা গিয়েছে। তবে কবে হবে তা স্পষ্ট করেনি পুলিশ। অভিযুক্ত এবং অভিযোগকারীর বয়ান মিলিয়ে দেখার কাজ চলছে বলে জানা গিয়েছে। 

নির্যাতিতা ছাত্রীর ওড়িশার বালেশ্বরের বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্গাপুরের বেসরকারি আইকিউ সিটি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া। নির্যাতিতার পরিবার সুত্রের খবর, শুক্রবার রাত ন’টা নাগাদ এক সহপাঠীর সঙ্গে ক‍্যাম্পাসের বাইরে খাবার খেতে গিয়েছিলেন। খাবার খেয়ে ফেরার সময় কয়েক জন যুবক এসে তাঁদের পথ আটকায়। হেনস্থা করা হয়। এর পরেই ছাত্রীকে টেনেহিঁচড়ে রাস্তা থেকে তুলে পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তরুণীর কাছ থেকে ফোন এবং পাঁচ হাজার টাকা নগদ কেড়ে নেওয়া হয়।

রবিবার ওড়িশা থেকে একটি প্রতিনিধি দল দুর্গাপুরে এসেছিলেন। তাদেরকে হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পরে তারা ফিরে যান। সোমবার দুর্গাপুরে ওড়িশা মহিলা কমিশনের চেয়ারম্যান শোভনা মহন্তির আসার কথা রয়েছে। তাঁরা নির্যাতিতা এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। পরিস্থিতি খতিয়ে দেখে ওড়িশা সরকারকে একটি রিপোর্ট জমা দেবেন।


Share