Assassination of TMC Leader

কানাইপুরের তৃণমূল নেতাকে কুপিয়ে খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার তিন জন, হাজির করানো হবে আদালতে

গত বুধবার হুগলির কানাইপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যকে কুপিয়ে খুন করা হয়েছিল। সেই ঘটনায় চার জনকে গ্রেফতার করল পুলিশ।

তৃণমূল নেতাকে খুন করে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা।
নিজস্ব সংবাদদাতা: কোন্নগর
  • শেষ আপডেট:০২ আগস্ট ২০২৫ ১২:৫১

গত বুধবার হুগলির কানাইপুরের তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নাকে কুপিয়ে খুনের ঘটনার তিন দিনের মাথায় তিন জনকে গ্রেফতার করল পুলিশ। জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার পরে এলাকার সিসিটিভির ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছিল। পুলিশ সূত্রের খবর, তা খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।শনিবার ধৃতদের শ্রীরামপুর আদালতে হাজির করানো হবে।

ঘটনা ঘটার পরেই এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ। সেই ফুটেজে দেখা গিয়েছে, দুষ্কৃতীরা এলাকার রেকি করেছিল। পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নাকে কুপিয়ে খুনের পরে এলাকা ছেড়ে পালিয়ে যেতেও দেখা গিয়েছিল। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, তিন জন দুষ্কৃতীর মধ্যে কানাইপুর এলাকার এক পরিচিত দুষ্কৃতির ভাই গ্রেফতার হয়েছে। এদেরকে সুপারী দেওয়া হয়েছিল বলে অনুমান পুলিশের। তিন জনকে  উত্তর ২৪ পরগনার বারাসাত, বেলঘড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গত বুধবার সন্ধ‍্যা সাড়ে ৭টা নাগাদ কানাইপুর অটোস্যান্ডের কাছে নিজের গ্যাসের অফিসের সামনে নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয় কানাইপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তীকে। তৃনমূল নেতার ব্যবসায়র সহকারীকে আটক করেছে পুলিশ। খুনের নেপথ্যে জমি সংক্রান্ত বিষয়ে থাকতে পারে বলে অনুমান করছেন তদন্তকারীরা। এই অপরাধে আরো কেউ জরিত কি না তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত ১০ জুলাই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে গুলি করে, কুপিয়ে খুন করা হয় চালতাবেড়িয়ার তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খানকে। একই দিনে মালদার ইংরেজবাজারের লক্ষ্মীপুরে জন্মদিনের পার্টিতে স্ত্রীর সামনেই কুপিয়ে খুন করা হয় আবুল কালাম আজাদকে। গত ১৩ জুলাই বীরভূমের সাঁইথিয়ায় গুলি করে খুন করা হয় শ্রীনিধিপুরের তৃণমূল অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে। ১৯ জুলাই মল্লারপুরে বোমার আঘাতে মৃত্যু হয় তৃণমূল নেতা ও ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বায়তুল্লা শেখের। ২৩ জুলাই মুর্শিদাবাদের ভরতপুরে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষকে। লোহার রড দিয়ে মেরে, শাবল দিয়ে কোপানোয় গত ২৫ জুলাই মুর্শিদাবাদের রেজিনগরে মৃত্যু হয় তৃণমূল কর্মী পতিত পালের।


Share