Singur Incident

সিঙ্গুরে নার্সের রহস্যমৃত‍্যুর ঘটনায় গ্রেফতার নার্সিংহোমে মালিক ও প্রেমিক, দেহ নিয়ে আসা হচ্ছে কলকাতায়

তরুণীর নার্সের রহস‍্যমৃত্যুর ঘটনায় দু’জনকে গ্রেফতার করল হুগলি গ্রামীণ পুলিশ। আজ, শুক্রবার তাদের আদালতে হাজির করানো হবে।

সুবীর ঘোরা (বাঁ দিকে) এবং (ডানদিকে) রাধাগোবিন্দ ঘটক।
নিজস্ব সংবাদদাতা: সিঙ্গুর
  • শেষ আপডেট:১৫ আগস্ট ২০২৫ ০৩:০০

সিঙ্গুরের নার্সিংহোমে তরুণী নার্সের রহস্যমৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করল হুগলির গ্রামীণ পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে একজন নার্সিংহোম এর মালিক সুবীর ঘোরা। অন্যজন মৃত নার্স দিপালী জানারপ্রেমিক রাধাগোবিন্দ ঘটক। ধৃতদের পুলিশ আদালতে পেশ করেছে।

পুলিশের দাবি, দীপালির প্রেমিক রাধাগোবিন্দ ঘটকের বাড়ি পূর্ব মেদিনীপুরের এগড়াতে। বেশ কিছু দিন ধরে তাঁর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছিল। তদন্তকারীদের অনুমান, নার্সের মৃত্যুর নেপথ্যে তার কোনও ভূমিকা থাকতে পারে তাই তাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ঘটনার দিন বাড়ি যাওয়ার সময় দীপালির সঙ্গে দুর্ব্যবহার করেছিল নার্সিংহোমের মালিক সুবীর ঘোরা। সেক্ষেত্রে তার ভূমিকাও তদন্তকারীদের আতশকাচের নীচে রয়েছে।

উল্লেখ্য বুধবার রাতে সিঙ্গুরের বড়াতেলিয়া মোড় এলাকায় শিবম সেবা সদন নামে একটি নার্সিংহোম থেকে নন্দীগ্রামের তরুণী নার্স দিপালী জানার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় নাসিংহোম কর্তৃপক্ষ এর বিরুদ্ধে সরবহয়ে  খুনের অভিযোগ দায়ের করেন মৃত নার্সের বাবা সুকুমার জানা। তিনি বলেন, “আমার মেয়ে কোনও দিনআত্মহত্যা করতে পারে না। আমার মেয়েকে ওঁরা খুন করেছেন।’’

ঘটনাকে কেন্দ্র করে গতকাল সারাদিন এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার প্রতিবাদে ছ’ঘন্টারও বেশী সময় ধরে ৩১নম্বর রাজ্য সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ দেখায় বিজেপি এবং স্থানীয়েরা। রাস্তায় টায়ার জ্বালিয়েচলে প্রতিবাদ। আজ, শুক্রবার ধৃতদের চনন্দনগর মহকুমা আদালতে পেশ হয়।

পরিবারের দাবি ছিল, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি-সহ মৃতের ময়নাতদন্ত করা হোক। সেই কথা থাকলেও তার করা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কলকাতায় পাঠানো হয়েছে।

গত কালকের পর আজ বড়াতেলিয়ার মোড় এলাকা থমথমে রয়েছে। নার্সিংহোমের সামনে বিশাল পুলিশ বাহিনীমোতায়েন করা হয়েছে। নার্সিংহোমের চারতলা যেখান থেকে তরুণীর দেহ উদ্ধার করা হয় সেই জায়গাটি সিলকরে রাখা হয়েছে।

হুগলি গ্ৰামীণের পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, ‘‘পরিবারের অভিযোগের ভিত্তিতে খুন-সহ একাধিকধারায় মামলা রুজু হয়েছে। যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’ শুক্রবার মৃতার ময়নাতদন্ত হবে।


Share