Assassination Of TMC Leader

হুগলিতে তৃণমূল নেতা খুনে গ্রেফতার হুব্বা শ্যামলের প্রতিদ্বন্দ্বী বাঘা, বাঁকুড়া থেকে নিয়ে আসা হচ্ছে হুগলিতে

হুগলির কানাইপুরে তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী খুনের ঘটনায় গ্রেফতার আরও এক জন। ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হল চার জন।

তৃণমূল নেতা খুনে গ্রেফতার দুই ভাই: (বাঁ দিকে) বাঘা। (ডান দিকে) বিশা।
নিজস্ব সংবাদদাতা: কোন্নগর
  • শেষ আপডেট:০৩ আগস্ট ২০২৫ ০৪:২৫

হুগলির কানাইপুরে তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তীকে খুনের ঘটনায় গ্রেফতার ভোলানাথ দাস ওরফে বাঘা। হুগলির অপরাধ জগতের হুব্বা শ‍্যামলের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। এক সময় হুব্বা শ‍্যামলের সঙ্গে এলাকা দখলের লড়াইয়ে অশান্ত থাকতো হুগলি বিস্তীর্ণ এলাকা। ২০১১ সালে হুব্বা শ‍্যামল খুনের পরে এলাকা ছাড়েন বাঘা। তিনি বিভিন্ন মামলায় জেলও খেটেছেন। এ বার কানাইপুরের তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নাকে খুনের ঘটনায় তাঁকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রের খবর, ভোলানাথ দাসকে বাঁকুড়ার সোনামুখী থেকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে হুগলিতে নিয়ে আসা হচ্ছে। তৃণমূল নেতা খুনের ঘটনায় আগেই বাঘার ভাই বিশ্বনাথ দাসকে ওরফে বিশাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছিল, বিশা ওই পঞ্চায়েত সদস্যকে খুন করার জন‍্য সুপারি কিলার ভাড়া করে। তিন লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল বলে পুলিশের দাবি। এর পাশাপাশি দুই সুপারি কিলার বিশ্বজিৎ দাস এবং দীপক মণ্ডলকেও গ্রেফতার করা হয়েছে। বিশ্বজিৎকে ধরা হয় বারাসতের একটি হোটেল থেকে। সেখানে বান্ধবীর সঙ্গে ছিলেন তিনি। দীপককে ধরা হয় বাড়ি থেকে। আজ, রবিবার তাঁদের শ্রীরামপুর আদালতে হাজির করানো হয়েছে। তার আগেই বিশার দাদা ভোলানাথ দাস ওরফে বাঘাকে গ্রেফতার করল পুলিশ।

গত বুধবার কোন্নগরের কানাইপুরের গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নাকে তাঁর গ্যাসের দোকানের সামনে কুপিয়ে খুন করে দুই দুষ্কৃতী। কাটারি দিয়ে অন্তত ১২টা কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। জমি সংক্রান্ত বিবাদের জেরে পিন্টুকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এই খুনের নেপথ্যে বাঘার কী ভূমিকা রয়েছে, তাঁকে গ্রেফতার করে দেখতে চাইছে তদন্তকারীরা।

আজ, রবিবার খুনের ঘটনায় তিন অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। বিশ্বনাথ দাস ওরফে বিশাকে আট দিনের পুলিশ হেফাজত এবং বাকি দু’জন বিশ্বজিৎ দাস এবং দীপক মন্ডলকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।


Share