BJP–TMC Showdown

‘জুতো-লাথি মেরে বাংলাদেশে পাঠাব’—বিজেপির হুংকারে উত্তাল বৈষ্ণবনগর, পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের

বিজেপির সংহতি সভা থেকে তৃণমূল নেতাদের জুতো-লাথি মেরে বাংলাদেশে পাঠানোর হুমকি দেন তারক ঘোষ। পাল্টা যুব তৃণমূলের হুঁশিয়ারি, বিজেপি হাত তুললে তার জবাব কড়াভাবে দেওয়া হবে।

পরিবর্তনের সভার পোস্টার
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ০৭:১৫

তৃণমূলের পর এবার বিজেপির হুংকারে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তৃণমূল নেতাদের জুতো-লাথি মেরে বাংলাদেশে পাঠানোর হুমকি দিল বিজেপি নেতৃত্ব। পাল্টা তৃণমূলের কটাক্ষ, নেতা তো দূরের কথা, একজন কর্মীর গায়েও হাত দিয়ে দেখাক বিজেপি।

মালদহের বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের রামনগর বাজারে বিজেপির সংহতি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলা সহ-সভাপতি তারক ঘোষ জানান, আকন্দবেড়িয়া এলাকায় একের পর এক ঘটনা ঘটছে এবং তার সঙ্গে যুক্ত রয়েছে তৃণমূলের গুন্ডাবাহিনী। তাঁর অভিযোগ, এলাকার সাধারণ মানুষ বা যুবকরা প্রশাসনিক কাজে ব্লক অফিস কিংবা থানায় গেলে কাজ হয় না, বরং প্রশাসন তাদের তাড়িয়ে দেয়। প্রশাসনের মদতেই অসামাজিক তৎপরতা চলছে বলেও দাবি করেন তিনি। তারক ঘোষ হুঁশিয়ারি দিয়ে জানান, ২৬ তারিখ বিজেপি এলে এই এলাকার তৃণমূল কর্মীদের জুতো-লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে।

এই ধরনের মন্তব্যের কারণ জানতে চাওয়া হলে তারক ঘোষ জানান, এলাকায় বারবার অসামাজিক কার্যকলাপ হচ্ছে এবং তৃণমূলের দালালরা অভিযুক্তদের ছাড়ানোর চেষ্টা করছে। তারা ফিরে এসে আবার একই কাজ করছে বলেই তিনি এমন মন্তব্য করেছেন।

এদিকে বিজেপি নেতার এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় আলতাব ছিলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস জানান, তৃণমূল নেতা তো দূরের কথা, বিজেপি যদি কোনও কর্মীর গায়েও হাত দেয়, তবে তারা বাংলাদেশ নয়, পাকিস্তান যাবে—সেটা দেখা যাবে।


Share