Liquor Smuggling Foiled

শিলিগুড়িতে অবৈধ বিদেশি মদ-সহ গ্রেফতার দুই, বিহারে পাচারের ছক ভেস্তে দিল পুলিশ

শিলিগুড়িতে সাদা পোশাকের পুলিশের অভিযানে স্কুটিতে বহন করা বিপুল অবৈধ বিদেশি মদ উদ্ধার। বিহারে পাচারের ছক ভেস্তে, রসান কুমার ও রাজু দাস গ্রেফতার, তদন্ত চলছে।

উদ্ধারকৃত বিদেশি মদ
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১০:৪৯

শিলিগুড়ি থেকে বিহারে পাচারের আগেই বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে দু’জন ব্যক্তি স্কুটিতে করে সিকিম দিক থেকে শিলিগুড়ি জংশনের দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয় এবং দু’জনকেই গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃত দু’জনের বাড়ি বিহারে। প্রাথমিক তদন্তে অনুমান, শীত পড়ায় বিহারে অবৈধ মদের চাহিদা বেড়েছে, সেই কারণেই এই মদ পাচারের চেষ্টা করা হচ্ছিল।

গ্রেফতার হওয়া দু’জনের নাম রসান কুমার ও রাজু দাস। আজ তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।


Share