Road Accident

মা উড়ালপুলে আবার দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে সোজা উল্টো দিকে লেনে উঠল গাড়ি, জখম এক বাইক আরোহী

এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ক্ষতিগ্রস্থ গাড়িটি উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয় সেখানে। বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক করা গিয়েছে বলে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রের খবর।

দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়িটি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১২:২৬

সাতসকালে কলকাতা শহরে ভয়াবহ দুর্ঘটনা। আবার সেই মা উড়ালপুল। পুলিশ সূত্রের খবর, একটি গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টো দিকের লেনে চলে আসে। সেই সময় আরও একটি গাড়ি সেটিকে ধাক্কা মারে। পরে সেই গাড়িতে ধাক্কা মারে একটি মোটরবাইক। মোটরবাইক আরোহী দুর্ঘটনায় জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকে গাড়ি চালককে খুঁজে পাওয়া যায়নি। তিনি পলাতক। আশেপাশের গাড়ি চালকদের দাবি, দুর্ঘটনার পরক্ষণেই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন। দুর্ঘটনার পরে মোটরবাইক আরোহী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। পুলিশকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। জানা গিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

মা উড়ালপুলে গাড়ি চলাচলের গতি নির্ধারণ করা রয়েছে। প্রত‍্যক্ষদর্শীদের অভিযোগ, গাড়িটির গতি যথেষ্ট বেশি ছিল। দুর্ঘটনার অভিঘাতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে। গাড়ির চালক ঘুমিয়ে পড়ার কারণে এই ঘটনা ঘটেছে বলে অনুমান করছে পুলিশ।

এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ক্ষতিগ্রস্থ গাড়িটি উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয় সেখানে। বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক করা গিয়েছে বলে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রের খবর। 


Share