Student Missing Mystery

মালদহ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র রহস্যজনক ভাবে নিখোঁজ, পরিবারের অভিযোগ অপহরণ

মালদহ কলেজের ফিলোসফি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বিশাল বসাক গত তিন দিন ধরে নিখোঁজ। পরিবার অপহরণের অভিযোগ করেছে। সহপাঠী-শিক্ষকদের উদ্বেগের মাঝেই পুলিশ তদন্ত শুরু করেছে, এখনও মেলেনি কোনও হদিস।

নিখোঁজ যুবক
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ০৪:১৯

মালদহ কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র গত তিন দিন ধরে রহস্যজনক ভাবে নিখোঁজ। নিখোঁজ ছাত্রের নাম বিশাল বসাক। তিনি মালদহের ইংরেজবাজার থানার নিয়ামতপুরের বাসিন্দা। মালদহ কলেজের দর্শন বিভাগে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ৩ তারিখ কলেজে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি বিশাল। বহু খোঁজাখুঁজির পরও কোনও হদিস না মেলায় পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের সন্দেহ, বিশালকে অপহরণ করা হয়েছে।

নিখোঁজের ঘটনায় উদ্বেগ বাড়ছে সহপাঠী ও কলেজ কর্তৃপক্ষের মধ্যেও। এদিকে, পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত বিশালের কোনও খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে সূত্র। পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছে। যত দিন যাচ্ছে, উদ্বেগ ততই বাড়ছে।


Share