Special Intensive Revision

হুগলির পর এবার মালদহতে বিশেষ পর্যবেক্ষক তন্ময় ভট্টাচার্যের বৈঠক, বৈঠকে উপস্থিত জেলাশাসক প্রীতি গোয়েল

সূত্রের খবর, বেশ কিছু বিএলও - দের ওয়েবসাইট সংক্রান্ত বেশ কিছু অভিযোগ ছিল সেই সমস্ত সমস্যার সমাধান হয়েছে। কতগুলো এনুমারেশান ফর্ম দেওয়া যায়নি তা নিয়ে এই বৈঠক হয়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ০১:৪৬

এসআইআর নিয়ে টানাপোড়েনের মধ্যেই বৃহস্পতিবার রাজ্যের বিশেষ পর্যবেক্ষক তন্ময় ভট্টাচার্যের উপস্থিতিতে মালদহ জেলা প্রশাসনিক ভবনে এসআইআর নিয়ে সর্বদল বৈঠক সম্পূর্ণ হল। বৈঠকে উপস্থিত উপস্থিত ছিলেন জেলাশাসক প্রীতি গোয়েল, অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালুঙ্খে-সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা ও একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধি।

জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু জানিয়েছেন, দলের তরফ থেকে বেশ কিছু তথ্য জানার ছিল। সেই সব জবাব পাওয়া গিয়েছে।

জেলা কংগ্রেসের সহ-সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার জানান, এসআইআর-এর ফর্ম ফিলআপ করার পরে ওয়েবসাইটে তথ্য আপলোড নিয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছে। এই সংক্রান্ত বিষয়ে জেলাশাসকের সঙ্গে আলোচনা করা হয়েছে।

জেলা বিজেপির অভিযোগ, বিএলও-রা ফর্ম জমা নিতে অস্বীকার করছেন। বৈঠকে সেই সমস্যার কথা তুলে ধরা হয়। সেই সঙ্গে দাবি জানানো হয়, এক জনও অবৈধ ভোটারের নাম যাতে তালিকায় না থাকে। পাশাপাশি দাবি, বৈধ ভোটারের নাম তালিকা থেকে যেন কাটা না যায়।


Share    

SIR