TMC Inner Clash

টাকার বিনিময়ে মেলে দলীয় পদ! মালদহ পুরসভায় রেজুলেশন ছিঁড়লেন কাউন্সিলর, বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতা বশিষ্ঠ ত্রিবেদীর

মালদহে তৃণমূলের গোষ্ঠীকোন্দল ফের প্রকাশ‍্যে। মুখ্যমন্ত্রীর সফরের আগে প্রবীণ নেতা বশিষ্ঠ ত্রিবেদীর বিস্ফোরক অভিযোগে উত্তপ্ত জেলা রাজনীতি। কাউন্সিলরদের বৈঠকে উত্তেজনা। নির্বাচনের আগে অস্বস্তিতে শাসকদল।

তৃণমূল নেতা বশিষ্ঠ ত্রিবেদী
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ০৫:৩৯

'মালদহ আছে মালদহেই'। তৃণমূলের গোষ্ঠীকোন্দল ফের প্রকাশ্যে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের মালদহ সফরের ঠিক আগে পুরাতন মালদহ পুরসভার কাউন্সিলর ও দলের প্রবীণ নেতা বশিষ্ঠ ত্রিবেদী সরাসরি দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, দলে টাকা দিলে তবেই পদ মেলে। প্রকাশ্যেই সংগঠনের মধ্যে টাকার লেনদেন চলছে।

সম্প্রতি পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষকে সরিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু নতুন চেয়ারম্যানের নাম ঠিক করতে এখনও পারেনি শাসকদল। এই অস্থিরতার মধ্যেই বোর্ড অব কাউন্সিলার্সের বৈঠকে উত্তেজনা ছড়ায়। ওই পুরসভার কাউন্সিলর তথা জেলা আইএনটিইউসি সভাপতি বিশ্বজিৎ হালদার বৈঠককে অবৈধ দাবি করে রেজুলেশন খাতা ছিঁড়ে দেন। ঘটনার পরে পুরাতন মালদহ পুরসভার উপ পুরপ্রধান সফিকুল ইসলাম থানায় অভিযোগ দায়ের করেছেন।

এই পরিস্থিতিতে মুখ খুললেন বশিষ্ঠ ত্রিবেদী। তিনি জানান, বিধানসভা নির্বাচনের আগে এমন পরিবর্তন মোটেই প্রয়োজন ছিল না। মালদহ বিধানসভা কেন্দ্রটি দখলের অনুকূল পরিবেশ ছিল তৃণমূলের হাতে। কিন্তু চেয়ারম্যান পরিবর্তনের সিদ্ধান্ত সেই সম্ভাবনা কমিয়ে দিয়েছে। তিনি আরোও জানান, গোটা বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে। তৃণমূলের জেলা কমিটির চেয়ারপার্সন চৈতালী ঘোষ সরকার অবশ্য এমন অভিযোগে গুরুত্ব দিতে নারাজ। তাঁর মন্তব্য, "কে কী বলছে, তা আমাদের কাছে নগণ্য।"

অন্যদিকে মালদহ দক্ষিণের বিজেপি সাংগঠনিক সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় এই অভ্যন্তরীণ বিবাদ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, “পুরোনো চেয়ারম্যানকে সরাতে লেনদেন হয়েছে। নতুন চেয়ারম‍্যান করতে টাকার লেনদেন হবে। এই কাজে তৃণমূলের নেতা-কর্মীরা অভ‍্যস্ত।


Share