Leonel Messi

যুবভারতীকান্ডে নিয়ে রাজ‍্য পুলিশের ডিজিকে শো-কজ করল নবান্ন, ডিসি অনীশ সরকার সাসপেন্ড, গঠন হল নতুন সিট

যুবভারতীকান্ডের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সমাজমাধ্যমে ক্ষমা চেয়ে নিয়েছিলেন ফুটবল তারকার কাছে। সমাজমাধ্যমে পোস্ট করে জানালেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার সকালে যে ‘অব্যবস্থা’ হয়েছে, তার জন্য তিনি ‘স্তম্ভিত এবং ‘বিচলিত’। এই ঘটনায় তদন্ত কমিটি গড়েছেন তিনি। তদন্তে নেতৃত্বে দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি। সকল ক্রীড়াপ্রেমীর কাছেও ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী।

(বাঁ দিকে) রাজ‍্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং (ডান দিকে) মুখ‍্যসচিব মনোজ পন্থ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ০২:৪৪

গত শনিবার যুবভারতী স্টেডিয়ামে মেসির অনুষ্ঠানে অশান্তির ঘটনায় ঘটনায় রাজ‍্য পুলিশের ডিজিকে শো-কজ করল নবান্ন। এর পাশাপাশি বিধাননগর কমিশনারেটের সিপি মুকেশ কুমারকেও শো-কজ করা হয়েছে। বিধাননগরের ডিসি অনীশ সরকারকে সাসপেন্ড করা হয়েছে। এ ছাড়াও, ক্রীয়া দফতরের প্রিন্সিপাল সচিবকে শো-কজ করা হয়েছে। যুবভারতীর দায়িত্বে থাকা সিইওকে সরানো হয়েছে।

শনিবারের ঘটনায় নবান্নের নির্দেশে রাজ‍্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শো-কজ করা হয়েছে। কেন ওই দিন পুলিশ, সরকারি আধিকারিক এবং বেসরকারি সংস্থা, যাঁরা এই অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন, তাঁদের সঙ্গে কেন সমন্বয় অভাব ছিল তা জানতে বলা হয়েছে। তাঁকে আগামী ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। শুধু রাজীর কুমার নন বিধানননগরের কমিশনার মুকেশ কুমারকেও শো-কজ করা হয়েছে। তাঁকেও আগামী ২৪ ঘন্টার মধ্যে তাঁর জবাব নবান্নে পাঠাতে হবে।

শনিবারের মেসির অনুষ্ঠানের আগে সাংবাদিক সম্মেলন করে বিধাননগরের ডিসি অনীশ সরকার বলেছিলেন, স্টেডিয়ামের ভিতরে জলের বোতল, লাইটার, দেশলাই নিয়ে ঢোকা যাবে না। কিন্তু শনিবার অনুষ্ঠানের দিন অশান্তি শুরু হতেই বোতল ছোঁড়া হয়। তাহলে এতো বোতল কোথা থেকে এলো, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। শনিবারের ঘটনায় ডিসি অনীশ সরকারকে সাসপেন্ড করেছে নবান্ন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের দায়িত্ব পালন ঠিকমতো করেননি। যতদিন বিভাগীয় তদন্ত চলবে ততদিন তিনি সাসপেন্ড থাকবেন বলে জানিয়েছেন মুখ‍্যসচিব।

এ ছাড়াও, ক্রীড়া দফতরের প্রিন্সিপাল সচিব রাজেশকুমার সিংহকে শো-কজ করা হয়েছে। কেন শনিবার এমন ঘটনা ঘটল তা জানতে বলা হয়েছে। কোথায় সমন্বয়ের অভাব ছিল তা বিস্তারিত জানানোর জন্য নির্দেশ দিয়েছে নবান্ন। এর পাশাপাশি যুবভারতীর সিইও দেবকুমার নন্দনের বিরুদ্ধে অব‍্যবস্থার অভিযোগ এনে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রাক্তন বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি তৈরি হয়। তাঁরাই সরেজমিন খতিয়ে দেখার পরে বিশেষ তদন্তকারী দল গঠনের সুপারিশ জানায়। সেই নতুন সিটও গঠিত হয়েছে। সেই বিশেষ তদন্তকারী দলে রয়েছেন ডিরেক্টর (নিরাপত্তা) পীয়ুষ পান্ডে, রাজ্য পুলিশ (আইনশৃঙ্খলা) জাভেদ সামিম, এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার এবং ব‍্যারাকপুরের কমিশনার মুরলীধর শর্মা।

গত শনিবার যুবভারতী স্টেডিয়ামে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে অশান্তি ছড়ায়। মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট কেটে প্রিয় তারকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন সমর্থকেরা। কারণ, নির্ধারিত সময়ের আগেই মেসি মাঠ ছেড়ে বেরিয়ে যান। যেটুকু সময় তিনি মাঠে ছিলেন, সেই সময়ও সমর্থকেরা ফুটবলের রাজপুত্রের দেখা পাননি। কারণ তাঁকে ঘিরে ছিল তৃণমূলের নেতা-মন্ত্রী এবং তাঁদের সাগরেদরা।

এর পরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা স্টেডিয়াম। বাকেট চেয়ার ভাঙচুর করে মাঠে ছোঁড়া হয়। স্টিলের ব‍্যারিকেড ভেঙে মাঠে নেমে পড়েন সমর্থকেরা। চলে তান্ডব। এমনকি কয়েক জন পুলিশকর্মীকে ধাক্কাধাক্কি করেন। অগ্নিসংযোগ করা হয় সোফায়। তার বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো ইতিমধ্যেই পুলিশের কাছে পৌঁছেছে। তা পরীক্ষা করে দেখেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বেশ কয়েক জনকে গ্রেফতারও করা হয়েছে।


Share