Cough syrup Recovered

ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারের আগেই উদ্ধার নিষিদ্ধ কাশির সিরাপ, গ্রেফতার পাচারকারী

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় এক পাচারকারী ট্রাভেল ব্যাগে নিষিদ্ধ কাশির সিরাপ নিয়ে একটি স্কুটারে করে পদ্মমালা থেকে হৃদয়পুরের দিকে যাচ্ছিলেন। তার উদ্দেশ্য ছিল ওই এলাকার কাঁটাতারের বেড়া পার হয়ে সিরাপগুলো বাংলাদেশে পাচার করা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, চাপড়া
  • শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১২:১৫

নদিয়ার চাপড়া থেকে নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার। বাংলাদেশের সীমান্তের কাছে পাচারের উদ্দেশ্যে যাওয়ার পথে পাচারকারীকে হাতেনাতে ধরে পুলিশ। তল্লাশি চালিয়ে পাচারকারীর কাছ থেকে প্রায় ১০০ বোতল কাশির সিরাপ উদ্ধার করা হয়েছে। সোমবার তাঁকে কৃষ্ণনগর আদালতে হাজির করানো হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় এক পাচারকারী ব্যাগের মধ্যে নিষিদ্ধ কাশির সিরাপ নিয়ে স্কুটারে করে পদ্মমালা থেকে হৃদয়পুরের দিকে যাচ্ছিল। উদ্দেশ্য ছিল, ওই এলাকার কাঁটাতারের বেড়া পার হয়ে সিরাপগুলি বাংলাদেশে পাচার করা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ চাপড়ার ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে মরমলা এলাকায় তাকে আটক করে। 

ধৃত ব্যক্তির নাম জাহাঙ্গির শেখ। জাহাঙ্গির চাপড়ার বাদলাঙ্গি এলাকার বাসিন্দা। ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করা হয়। অভিযুক্তকে সোমবার কৃষ্ণনগর আদালতে হাজির করা হয়েছে। কোথা থেকে এতো মাদক আসছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।


Share