Road Accident

খড়গ্রামে ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু তিন যুবকের, চালক পলাতক

সোমবার সন্ধ্যায় হলদিয়া ফারাক্কা বাদশাহী সড়কে মোটরবাইক ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় তিন যুবকের। গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ফরাক্কা
  • শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ০৩:৫১

খড়গ্রাম থেকে মোটরবাইকে বাজার করে ফিরছিলেন তিন যুবক। বাড়ি ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। উল্টো দিক থেকে দ্রুতগতিতে একটি ডাম্পার আসছিল। হঠাৎই দু’পক্ষের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর জখম হন তিন যুবক। পরে তাঁদের মৃত্যু হয়।

 সোমবার হলদিয়া ফরাক্কা বাদশাহি সড়কের উপর খড়গ্রাম থানার কাপাসডাঙা সংলগ্ন রাইস মিলের কাছে ঘটনাটি ঘটে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার পর ডাম্পারটি নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় চালক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় খড়গ্রামের জটারপুর গ্রাম জুড়ে শোকের ছায়া নেমেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় বিকট শব্দ হয়। শব্দ শুনে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ছুটে আসেন। তড়িঘড়ি আহতদের উদ্ধারে স্থানীয়েরা হাত লাগান। এর পর পুলিশ এসে দ্রুত তিন জনকে উদ্ধার করে। তাঁদের খড়গ্রাম ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাঁদের কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তাঁদের মৃত্যু হয়।

মৃতদের ব্যক্তিরা হলেন আসলাম শেখ (১৬), আকাশ শেখ (২৬) এবং ইদ মোহাম্মদ (১২)। সকলের বাড়ি খড়গ্রাম থানার জটারপুর গ্রামে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, তিনজন যুবক খড়গ্রামের নগরে গিয়েছিলেন বাজার করার জন্য। ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে ওই বাইকটি। দুর্ঘটনার জেরেই প্রাণ হারান তিন জন যুবক।


Share