Howrah Development Chaos

ভোটের আগে উন্নয়নের হুড়োহুড়ি, ভাঙা–গড়ার হাওড়ায় নাকাল নিত্যযাত্রী

ভোটের আগে হাওড়াজুড়ে একযোগে রাস্তা ভাঙা–গড়ার কাজে তীব্র যানজট। প্রধান সড়ক ও গলিপথে দুর্ভোগে নিত্যযাত্রীরা। উন্নয়ন চাই, তবে পরিকল্পিতভাবে—এই দাবি শহরবাসীর।

উন্নয়নকার্য চলছে
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১০:৫৬

ভোট যত ঘনিয়ে আসছে, ততই যেন হাওড়া শহর জুড়ে শুরু হয়েছে একযোগে ভাঙা–গড়ার কর্মযজ্ঞ। উত্তর থেকে দক্ষিণ হাওড়া প্রধান সড়ক হোক বা অলিগলি সবখানেই চলছে রাস্তা ভাঙা, নতুন করে নির্মাণ কিংবা মেরামতির কাজ। কোথাও পুরনো পিচ তুলে ঢালাই, কোথাও জোড়াতালি, আবার কোথাও সম্পূর্ণ নতুন রাস্তা তৈরির উদ্যোগ। একসঙ্গে বহু জায়গায় কাজ শুরু হওয়ায় কার্যত স্তব্ধ হয়ে পড়ছে যান চলাচল। প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে পড়ছেন নিত্যযাত্রীরা।

উত্তর হাওড়ার গুরুত্বপূর্ণ বেনারস রোডে পুরনো পিচ তুলে ঢালাইয়ের কাজ চলছে। কাজের কারণে একদিকের রাস্তা বন্ধ থাকায় অন্য দিক দিয়ে একমুখী কিংবা পাল্টা পথে যান চলাচল করাতে হচ্ছে। এর প্রভাব পড়ছে গোটা উত্তর হাওড়ার ট্র্যাফিক ব্যবস্থায়। সকাল ও সন্ধ্যার অফিস টাইমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।

দক্ষিণ হাওড়ার শিবপুর এলাকাতেও একই চিত্র। ফোরশোর রোডে পিচ ঢালাইয়ের কাজের জন্য মাঝেমধ্যেই রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। উল্টো দিক দিয়ে দু’মুখী যান চলাচল করাতে গিয়ে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। কোনা এক্সপ্রেসওয়ের উপর এলিভেটেড করিডর নির্মাণের জন্য জাতীয় সড়কের বড় অংশ দীর্ঘদিন ধরে খুঁড়ে রাখা হয়েছে। দিনের পর দিন কাজ চললেও, স্থায়ী সমাধান না মেলায় ক্ষোভ প্রকাশ করছেন পথচলতিরা।

বড় রাস্তার পাশাপাশি বাকসাড়া, মন্দিরতলা, বকুলতলা, সালকিয়া, বেলগাছিয়া ও কদতলার মতো ঘনবসতিপূর্ণ এলাকার গলিপথগুলিতেও চলছে মেরামতির কাজ। কোথাও জল জমে কাজ বন্ধ, আবার কোথাও একসঙ্গে একাধিক গলি খোঁড়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠেছে। অ্যাম্বুল্যান্স ও জরুরি পরিষেবার গাড়ি ঢুকতে না পারার অভিযোগও উঠছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যাসাগর সেতুর সমস্যা। প্রায় প্রতি রবিবারই রক্ষণাবেক্ষণ বা মেরামতির জন্য সেতুতে যান চলাচল আংশিক কিংবা সম্পূর্ণ বন্ধ থাকছে। ফলে উত্তর ও দক্ষিণ কলকাতার সঙ্গে হাওড়ার যোগাযোগে বড়সড় বিঘ্ন ঘটছে। বিকল্প সেতু ও রাস্তায় বাড়ছে চাপ, যানজট পৌঁছচ্ছে চরমে।

শহরবাসীর ক্ষোভ ক্রমশ বাড়ছে। তবে সব অভিযোগের মধ্যেও কেউ কেউ ভবিষ্যতের কথা ভেবে এই দুর্ভোগ মেনে নিচ্ছেন। শহরবাসীর দাবি, উন্নয়ন প্রয়োজন, কিন্তু তা হতে হবে সুপরিকল্পিত। একসঙ্গে বহু রাস্তা না খুঁড়ে পর্যায়ক্রমে কাজ, কার্যকর ট্র্যাফিক পরিকল্পনা এবং আগাম ঘোষণা থাকলে দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব। ভোটের আগে উন্নয়নের হাওয়ায় হাওড়া বদলালেও, সেই পরিবর্তনের ভার যেন সাধারণ মানুষের নিত্যদিনের যন্ত্রণায় পরিণত না হয় এই আশাতেই দিন গুনছেন শহরবাসী।


Share