Cyber Fraud

ম্যাট্রিমনিয়াল সাইটে তরুণীর থেকে ৪৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ হুগলিতে, গ্রেফতার দু’জন, মূল অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি

পুলিশ জানিয়েছে, ধৃত অভিষেক রায়ের বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরে। কলকাতার গড়িয়া এলাকাতেও একটি ফ্লাটও আছে অভিষেকের। জাহির আব্বাসের বাড়ি হুগলির জেলার খানকুলে।

তরুণীর থেকে ৪৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা: চন্ডীতলা
  • শেষ আপডেট:১১ জুলাই ২০২৫ ০৫:৪০

ব্যবসায়ী পরিচয়ে ভুয়ো পরিচয়পত্র ব‍্যবহার করে ম্যাট্রিমনিয়াল সাইটে তরুণীর কাছ ৪২ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল হুগলিতে।

প্রতারণার অভিযোগে হুগলির সাইবার পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম অভিষেক রায় এবং জাহির আব্বাস। পুলিশ জানিয়েছে, অভিষেক রায়ের বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরে। কলকাতার গড়িয়া এলাকাতেও একটি ফ্লাটও আছে অভিষেকের। আব্বাসের বাড়ি হুগলির জেলার খানকুলে।

জানা গিয়েছে, ম্যাট্রিমনিয়াল সাইটে এক ব্যবসায়ীর সাথে পরিচয় হয় হুগলির এক তরুণীর। ছেলে ব‍্যবসায়ী। তাই ভরসা করে তরুণী ও তার পরিবার সম্পর্ককে এগিয়ে নিয়ে যান। তরুণীর দাবি, চলতি বছরের জানুয়ারী মাসে অভিযুক্ত তাঁকে জানান, তার চালের ব্যবসা রয়েছে। ব্যবসায়ায় জিএসটির টাকা সময় মতো দিতে না পারায় ব্যাঙ্কের অ‍্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। ব‍্যাঙ্কের অ‍্যাকাউন্ট খুলতে গেলে টাকার প্রয়োজন। তবেই পুনরায় ব্যবসা শুরু করা যাবে। অভিযোগ, এর পরেই ধাপে ধাপে মোট পাঁচটি অ‍্যাকাউন্টে ৪৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকেরা।

ওই তরুণী হুগলির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে পুলিশ। প্রতারণার অভিযোগে যুক্ত দু’জনকে এক সপ্তাহ আগে পুলিশ গ্রেফতার করে। পুলিশের দাবি, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মোবাইল ফোন, একাধিক এটিএম কার্ড এবং ব্যাঙ্কের পাসবুক। পাশাপাশি তাদের কাছ থেকে নগদ ছ’লক্ষ টাকাও উদ্ধার হয়েছে। যদিও হুগলিতে ম্যাট্রেমনিয়াল সাইটে এই ধরনের প্ৰতারণা প্রথম হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

এ দিন হুগলি সাইবার ক্রাইম থানায় হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার সাংবাদিক বৈঠক করে বলেন, “গত ২৬ মে হুগলির সাইবার ক্রাইম থানায় এক তরুণী অভিযোগ দায়ের করেন। যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে ম্যানেজার হিসাবে তরুণী ও তার পরিবারের কাছে পরিচয় দিয়েছিল মূল অভিযুক্ত। মোট পাঁচটি অ‍্যাকাউন্টে ৪৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পর অভিযুক্ত ম্যাট্রিমনিয়াল সাইট থেকে প্রোফাইলটি মুছে ফেলে। তার খোঁজ চলছে। এই প্রতারণার সঙ্গে আরও কে বা কারা যুক্ত তা-ও খতিয়ে দেখা হচ্ছে।” 


Share