Accident

শান্তিপুরে লরি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম দুই যুবক

আজ, মঙ্গলবার দুপুরে শান্তিপুর থানার সুত্রাগড়ে দুর্ঘটনাটি ঘটেছে। লরির ধাক্কায় দুই মোটরবাইক আরোহী গুরুতর জখম হয়েছেন।

শান্তিপুরে মোটরবাইক দুর্ঘটনায় জখম দু’জন।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট:০৮ জুলাই ২০২৫ ০৬:১৬

লরির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন দুই মোটরবাইক আরোহী। মঙ্গলবার দুপুরে নদিয়ার শান্তিপুরে ঘটনাটি ঘটেছে। দু’জন মোটরবাইক আরোহীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, একটি মোটরবাইকে করে করে তিন যুবক কুমোরের কাজ করে বাড়ির দিকে ফিরছিল। সেই সময় শান্তিপুর থানার সুত্রাগড় অঞ্চলের বকুলতলা এলাকার একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গিয়েছে, একটি মোটরবাইকে তিন জন ছিলেন। সংঘর্ষের পরে তিন জনই পড়ে যান। মোটরবাইক চালকের আঘাত গুরুতর না হলেও পেছনে থাকা দু’জন গুরুতর জখম হয়েছেন। জখম দুই যুবককে নাম সেন্টু শেখ এবং শ্যামল বিশ্বাস। তাদের উদ্ধার করে স্থানীয় শান্তিপুর হাসপাতালে নিয়ে আসা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। এ দিন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার হাসপাতালে আসেন। খবর দেওয়া হয় পরিবারের লোকজনকে। জানা গিয়েছে, সেন্টু শেখের শান্তিপুরের গোপালপুরের বাসিন্দা। শ্যামল বিশ্বাসের বাড়ি শান্তিপুরের হরেকৃষ্ণ পল্লীতে। শেষ পাওয়া খবর, সেন্টু এবং শ‍্যামলের অবস্থা আশঙ্কাজনক। তাদের জেলার মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে ঘাতক লরিটিকে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ।


Share