BJP Worker Had Allegedly Been Murdered By TMC Worker

নবদ্বীপে বচসা থামাতে গিয়ে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন! চার তৃণমূল কর্মীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের, থানার সামনে বিক্ষোভ

বুধবার বিশ্বকর্মা পুজোর দিন রাতে ঘটনাটি ঘটেছে। মৃত বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিক নবদ্বীপ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তরাঞ্চল প্রাচীন মায়াপুর এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে নবদ্বীপ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপির নেতা-কর্মীরা।

মৃত বিজেপি কর্মীর নাম সঞ্জয় ভৌমিক।
নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ
  • শেষ আপডেট:১৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৩

কয়েক জন যুবকের মধ্যে বচসা চলছিল। সেই বচসা থামাতে গিয়েছিলেন সঞ্জয় ভৌমিক। অভিযোগ, তার জন্যই সঞ্জয়কে বেধড়ক মারধর করা হয়েছে। এর পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চারজন স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে নবদ্বীপ থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার বিশ্বকর্মা পুজোর দিন রাতে ঘটনাটি ঘটেছে। মৃত বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিক নবদ্বীপ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তরাঞ্চল প্রাচীন মায়াপুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, ওই দিন তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় ওই এলাকার কয়েক জন যুবক নিজেদের মধ্যে বচসা শুরু করে। সঞ্জয় তার প্রতিবাদ করলে, তার সঙ্গেও বচসা শুরু হয়ে যায়। এর পরই সঞ্জয় নিজের বাড়িতে চলে যায়। অভিযোগ, ওই যুবকেরা সঞ্জয়ের বাড়িতে আসে। তার ওপর চড়াও হয়ে তাকে বাড়ির বাইরে বার করে বেধড়ক মারধর করে। অভিযুক্তেরা স্থানীয় তৃণমূল কর্মী বলে দাবি করেছে সঞ্জয়ের পরিবারের সদস্যেরা।

গুরুতর জখম অবস্থায় বিজেপি কর্মী সঞ্জয়কে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ। জানা গিয়েছে, থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি বলে সুত্রের খবর। 

শুক্রবার রাতে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে নবদ্বীপ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপির নেতা-কর্মীরা। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির নদিয়া দক্ষিণের জেলা সভাপতি অপর্ণা নন্দী। তিনি বলেন, “বেছে বেছে বিজেপি সদস্যদের খুন করা হচ্ছে। প্রশাসন নির্বিকার। ওই বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা বিমানকৃষ্ণ সাহার পাল্টা অভিযোগ, “বিজেপি শান্ত শহরকে অশান্ত করতে চাইছে। বিশ্বকর্মা পুজোর দিনে বন্ধুরা মদ্যপান করে মারামারি করেছিল।” কেন চিকিৎসার জন্য আগেই হাসপাতালে ভর্তি করা হয়নি? তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, “এই মৃত্যু নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে। বিজেপি নোংরা রাজনীতি করছে। এর তৃণমূলকে জড়ানোর চেষ্টা করছে। এটা ঠিক নয়। আইন আইনের পথে চলবে।”


Share