BJP Cancelled PM Meeting

পশ্চিমবঙ্গে ধারাবাহিক ভাবে প্রধানমন্ত্রীর সভা স্থগিত করল বিজেপি, বাতিল রানাঘাটের জনসভাও

আগামী ডিসেম্বর পর্যন্ত ১০টি জনসভা করার কথা ছিল বিজেপির। কিন্তু সেই সভা আপাতত স্থগিত রাখা হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:০৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:২২

রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধারাবাহিক জনসভার কর্মসূচি স্থগিত করল দিল্লি। আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে ডিসেম্বরে মধ্যেই ১০ টি প্রশাসনিক এবং রাজনৈতিক জনসভা করার কথা ছিল। এর মধ্যে চতুর্থ সভায় জন্য দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছিল। জানা গিয়েছে, দিল্লির নির্দেশে তা বাতিল হয়েছে। আগামী নির্দেশ না আসা পর্যন্ত তা-ই বহাল থাকবে।

পশ্চিমবঙ্গ বিজেপির মোট ১০টি সংগঠনিক বিভাগ রয়েছে। বিজেপি সুত্রের খবর, তাদের ১০টি বিভাগই ডিসেম্বরের মধ্যে একটি প্রশাসনিক এবং রাজনৈতিক জনসভা করা হবে বলে স্থির করা হয়ে ছিল। এর মধ্যে তিনটি জনসভা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সেগুলি হল- গত মে মাসে আলিপুরদুয়ারে, জুলাই মাসে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এবং গত অগস্ট মাসে দমদমে প্রশাসনিক এবং রাজনৈতিক জনসভা সেরে গিয়েছেন মোদী।

বিজেপি সূত্রের খবর, চতুর্থ সভা করার কথা ছিল নদিয়ার রানাঘটে। আগামী ২০ সেপ্টেম্বর সেই সভা হবে বলে স্থির হয়েছিল। গতকাল, মঙ্গলবার দিল্লির কেন্দ্রীয় বিজেপি রাজ্য বিজেপিকে প্রধানমন্ত্রীর কর্মসূচিগুলি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। কিন্তু কী কারণে এই সিদ্ধান্ত, তা স্পষ্ট নয়। দলের একটি সূত্র বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচি স্থগিত করা হয়েছে, কিন্তু বাতিল নয়। সামনেই দুর্গাপুজো, তাই বিজেপির নেতা-কর্মীরা তাতে ব্যস্ত থাকবেন। অর্থাৎ সেই স্থগিত রাখার সিদ্ধান্ত বদলও করা হতে পারে মনে করা হচ্ছে। আপাতত সেই সিদ্ধান্তের দিকে তাকিয়েই রয়েছে রাজ্য নেতৃত্ব।

আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক-বিরোধী দু’পক্ষই মাঠে নেমে পড়েছে। বুথে বুথে নিজেদের শক্তি কতটা রয়েছে, তা-ও মেপে নিতে চাইছে তাঁরা। সেইমতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি জনসভাও করে গিয়েছেন। প্রশাসনিক সভা থেকে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধনও করেছেন তিনি। জনসভা থেকে স্বাভাবিক ভাবেই তাঁর আক্রমণের লক্ষ্যবস্তু ছিল রাজ্যের শাসকদল তৃণমূল। কখনও অনুপ্রবেশ, কখনও আবার দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলকে বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জবাব দিয়েছে তৃণমূলও।


Share