Mob Lynching

শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত তেহট্ট, গণপিটুনির জেরে মৃত্যু দম্পতির

নদিয়ার তেহট্টের নিশ্চিন্তপুরে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পুলিশের পিকেট বসানো হয়েছে। দফায় দফায় পুলিশ টহলদারি চালাচ্ছে।

উত্তপ্ত নদিয়ার তেহট্ট।
নিজস্ব সংবাদদাতা, তেহট্ট
  • শেষ আপডেট:০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০১

পুকুরের জলে ভাসছিল এক শিশুর মৃতদেহ। তা উদ্ধার করা হয়। এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। শিশুকে খুন করা হয়েছে, এমন অভিযোগ তুলে প্রতিবেশীর বাড়িতে চড়াও হয় স্থানীয়েরা। প্রতিবেশী দম্পতিকে বেধড়ক মারধরের করা হয়। গণপিটুনির জেরে উৎপল মন্ডল (৪৫) এবং তাঁর স্ত্রী সোমা মণ্ডল (৩৮) -এর ঘটনাস্থলেই মৃত‍্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। শিশু, উৎপল এবং সোমার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার দুপুরে মাঠে খেলতে গিয়েছিল তেহট্টের নিশ্চিন্তপুরের তিন বছরের শিশু স্বর্ণাভ বিশ্বাস। তার পর থেকে স্বর্ণাভর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এমনকি, তাঁর খোঁজ পেতে সমাজমাধ্যমে প্রচারও চালানো হয়। শনিবার সকালে বাড়ির অদূরেই একটি পুকুরে ভাসতে দেখেন স্থানীয়েরা। তাঁদের দাবি, শিশুটির দেহ প্লাস্টিকে মোড়া অবস্থায় ছিল। তাঁকে পুকুর থেকে উদ্ধার করা হয়। এর পরেই গ্রামে উত্তেজনা ছড়ায়।

মৃত শিশুর পরিবারের অভিযোগ, প্রতিবেশী উৎপল মন্ডল শিশুটিকে খুন করে পুকুরের জলে ভাসিয়ে দিয়েছে। স্থানীয়েরা জানিয়েছে, বিশ্বাস পরিবারের সঙ্গে মন্ডল পরিবারের পুরনো বিবাদ ছিল। তাই প্রতিশোধ নিতে উৎপল এবং তাঁর স্ত্রী সোমা স্বর্ণাভকে খুন করে প্লাস্টিকে মুড়িয়ে জলে ফেলে দিয়েছে। উত্তেজনা এমন যায়গায় পৌঁছোয়, গ্রামবাসীরা উৎপল মন্ডলের বাড়িতে চড়াও হয়। আইন নিজেদের হাতে তুলে নিয়ে শান্তি দিতে উৎপল মন্ডল এবং তাঁর স্ত্রী সোমা মন্ডলকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এর পরে তাঁদের বাড়িতে অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশের বিশাল বাহিনী। বর্ধমানে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। বসানো হয়েছে পুলিশের পিকেট। এলাকায় দফায় দফায় পুলিশের টহলদারি চলছে। পুলিশ স্বর্ণাভ, উৎপল এবং সোমার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জেলা পুলিশের এক কর্তার কথায়, গণপিটুনির অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি কীভাবে ওই শিশুর মৃত্যু হয়েছে তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।


Share