Gold Smuggling From Indo-Bangladesh Border

পাচারের ছক বানচাল, ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার পাঁচ কোটি টাকার সোনা, গ্রেফতার নদিয়ার যুবক

গত রবিবার নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে ঘটনাটি ঘটেছে। এক যুবককে আটক করে ডিআরআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। উদ্ধার করা সোনার মূল্য পাঁচ কোটি টাকা বলে জানিয়েছে বিএসএফ।

৩৫টি সোনার বিস্কুট-সহ গ্রেফতার যুবক।
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর
  • শেষ আপডেট:১০ সেপ্টেম্বর ২০২৫ ০৬:০০

আবারও সীমান্তে পাচার আটকাল সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানেরা। বিএসএফ সুত্রের খবর, নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে সোনার বিস্কুট। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা বলে জানা গিয়েছে। সোনা পাচারের অভিযোগে এক যুবককে আটক করেছে। তাঁকে ডিআরআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, গত রবিবার রাতে নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে টহল দেওয়ার সময় এক যুবককে ঘোরাফেরা করতে দেখেন বিএসএফের জওয়ানেরা। সন্দেহজনক মনে হতেই তাঁকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করার পরে তাঁর ব‍্যগে তল্লাশি চালানো হয়। এর পরেই চোখ কপালে ওঠে তাঁদের। বিএসএফের দাবি, যুবকের ব‍্যাগে ছিল সোনার বিস্কুট। আইনানুগ ভাবে গণনার পরে জানানো হয়, ব‍্যাগ থেকে মোট ৩৫টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা। জানা গিয়েছে, ওই সোনার বিস্কুটগুলি বাংলাদেশ থেকে আনা হচ্ছিল। 

সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকেরা সোনার বিস্কুটগুলি ডিআরআইয়ের হাতে তুলে দিয়েছেন। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দু’দেশে সোনা দামে বিস্তর ফারাক রয়েছে। রাজস্ব ফাঁকি দিতে এভাবে সোনা নিয়ে আসা হচ্ছিল। ডিআরআই সূত্রের খবর, কোন পাচারচক্রের হাত ধরে এতো বিপুল পরিমাণে সোনা বাংলাদেশ থেকে অবৈধ ভাবে নিয়ে আসা হচ্ছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

সোনা পাচারের অভিযোগে এক যুবককে গ্রেফতারও করা হয়েছে। জানা গিয়েছে, ধৃত যুবক নদিয়ার ধানতলার থানার অন্তর্গত হরিতলা এলাকার বাসিন্দা। তাঁর নাম কি, তা তদন্তের স্বার্থে কোনও তরফে স্পষ্ট করে জানানো হয়নি।

মাঝেমধ্যেই ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বিভিন্ন পাচারের ঘটনা ঘটে। যার মধ্যে সোনা পাচার অন্যতম। সেই সোনা মূলত বিস্কুট রূপে এই দেশে নিয়ে আসা হয়। তবে রবিবারের ঘটনা এযাবৎকালের তৃতীয় সর্বোচ্চতম বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনীর এক আধিকারিক।

এই বিষয়ে ওই বিএসএফ আধিকারিক বলেন, “আমরা তদন্তকারী সংস্থা নই। আমাদের নজরদারি সবসময় চলছে। সেই নজরদারিতেই সন্দেহজনক এই যুবক আটক হয়েছিল। আমরা তার কাছ থেকে প্রচুর পরিমাণে সোনার বিস্কুট পেয়েছি। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। আমরা সংশ্লিষ্ট ডিআরআইয়ের হাতে তাকে তুলে দিয়েছি। বাকি তদন্ত তাঁরা করে দেখবে। আমরা সীমান্তে নজরদারি জারি রাখছি।”


Share