BSF Seized Huge Gold From Indo-Bangladesh Border

বাংলাদেশের দিক থেকে উড়ে এল প‍্যাকেট, সীমান্ত থেকে উদ্ধার ৮০ লক্ষ টাকার সোনার বিস্কুট, গ্রেফতার এক

শুক্রবার সকাল ৮টা নাগাদ সীমান্তরক্ষী বাহিনীর ৩২ নম্বর ব‍্যাটেলিয়নের কাছে বিশেষ সুত্রে খবর আসে, সোনা পাচার হতে পারে বলে। খবর পেয়ে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বানপুরে ফাঁড়ি এলাকায় অভিযান চালায়।

বিএসএফের অভিযানে উদ্ধার সোনার বিস্কুট।
নিজস্ব সংবাদদাতা, বানপুর
  • শেষ আপডেট:২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০৪

বাংলাদেশের দিক থেকে উড়ে আসল প‍্যাকেট। সীমান্তে সোনা পাচারের চেষ্টা বানচাল করল বিএসএফ। নদিয়ার বানপুর সীমান্ত ফাঁড়িতে অভিযান চালিয়ে প্রায় ৮০ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করে সীমান্তরক্ষী বাহিনী। ঘটনাস্থল থেকে এক পাচারকারীকে আটক কারা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়েছে। 

জানা গিয়েছে, শুক্রবার সকাল ৮টা নাগাদ সীমান্তরক্ষী বাহিনীর ৩২ নম্বর ব‍্যাটেলিয়নের কাছে বিশেষ সুত্রে খবর আসে, সোনা পাচার হতে পারে বলে। খবর পেয়ে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বানপুরে ফাঁড়ি এলাকায় অভিযান চালায়। বিএসএফ সুত্রের খবর, বিএসএফের জাওয়ানেরা দু’টি দলে বিভক্ত হয়। সাড়ে ৮টা নাগাদ তারা লক্ষ্য করে, বাংলাদেশের দিক থেকে দু’জন এবং ভারতের দিকে দু’জনকে আসছে। জাওয়ানেরা বাংলাদেশের দিক থেকে আসা যুবকদেরকে একটি প্লাস্টিকের প‍্যাকেট ছুড়তে দেখে। ভারতের দিক থেকে আসা যুবকেরা সেই প‍্যাকেট কুড়োতেই বিএসএফ জাওয়ানেরা এক জনকে ধরে ফেলে। অপরজন সেখান থেকে পালাতে সক্ষম হয়েছে।

এর পরেই ধৃতের কাছ তল্লাশি চালানো হয়। বিএসএফের দাবি, ৭৯৯ গ্রামের ছ’টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। বিএসএফ সুত্রের খবর, বাজেয়াপ্ত করা সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ লক্ষ টাকা। বিএসএফ ধৃতের কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করেছে। তাকে স্থানীয় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই সোনার বিস্কুটগুলি কোথায় নিয়ে যাওয়ার কথা ছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ।

দক্ষিণবঙ্গ বিএসএফ জনসংযোগ কর্তা এই অভিযানের ভুয়সী প্রশংসা করেন। তিনি জানান, চোরাচালান রুখতে বিএসএফ সম্পূর্ণভাবে সক্ষম হয়েছে। পাশাপাশি সীমান্তে যে কোনও বেআইনি ঘটনা ঘটলে, ‘সীমাসাথী’-র হেল্পলাইন নম্বরে ফোন করে অবিলম্বে বিএসএফকে তথ্য দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।


Share