Suicide

গাছ থেকে ফুল তোলায় মহিলাকে কান ধরে ওঠবস! অপমানে আত্মঘাতী মহিলা, গ্রেফতার এক

আজ, শনিবার সকালে নদিয়ার শান্তিপুর থানার নৃসিংহপুর মধ্যপাড়ায় ঘটনাটি ঘটেছে। অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে।

ফুল তোলার অপরাধে কান ধরে ওঠবোস করানো হয় মহিলাকে।
নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ
  • শেষ আপডেট:০৬ জুলাই ২০২৫ ১২:৩০

প্রতিবেশীর বাড়ির গাছ থেকে ফুল তোলার অপরাধে কান ধরে ওঠবস করানোয় অপমানে বাড়িতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক মহিলা।

আজ, শনিবার সকালে নদিয়ার শান্তিপুর থানার নৃসিংহপুর মধ্যপাড়ায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, শুক্রবার ভোরে এলাকার বাসিন্দা এক মহিলা প্রতিবেশীর বাড়ির ফুলগাছ থেকে ফুল তোলেন। অভিযোগ, ওই প্রতিবেশী পরিবারের লোকেরা মহিলাকে ফুল তোলার অপরাধে অপমান করে। এমনকি গাছে বেঁধেও রাখা হয়। সবার সামনে কান ধরে ওঠবস করানো হয়েছে বলেও অভিযোগ মৃতার পরিবারের।

এর পরই শুক্রবার গভীর রাতে নিজের বাড়ির একটি ঘর থেকে ওই মহিলাকে দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যেরা। পরিবারের লোকেরা শান্তিপুর থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সুত্রের খবর, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা।

মৃতের পরিবারের অভিযোগ, অভিযুক্ত প্রতিবেশীর পরিবারের সদস্য সিভিক ভলেন্টিয়ার। সে শান্তিপুর থানায় কর্মরত রয়েছেন। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে পুলিশের ভয় দেখিয়ে ফুল তোলার অপরাধে দফায় দফায় জন্য মৃত মহিলাকে অপমান করে। 

এ দিন প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত মহিলার পরিবার। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা-ও খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।


Share