Protest on Water Logging

এলাকায় জল জমাকে কেন্দ্র করে উত্তেজনা রানাঘাটে, পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ স্থানীয়দের

মঙ্গলবার দুপুরে রানাঘাট ১ ব্লকের রামনগর ১ গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা। অভিযোগ, দীর্ঘ দিন ধরে পঞ্চায়েতে জানানো সত্ত্বেও কোনও পদক্ষেপ করেনি।

পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে গ্রামবাসীরা।
নিজস্ব সংবাদদাতা, রানাঘাট
  • শেষ আপডেট:০৮ জুলাই ২০২৫ ০৭:২১

গতকাল রাতে রাজ্যের সব জেলায় ভারী বৃষ্টি হয়েছে। তার জেরে এলাকায় জমেছে জল। রাস্তার অবস্থা খারাপ। দ্রুত মেরামতির দাবিতে উত্তেজনা ছড়াল রানাঘাটে। মঙ্গলবার দুপুরে স্থানীয় পঞ্চায়েত অফিসের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায়।

আজ, মঙ্গলবার দুপুরে রানাঘাট ১ ব্লকের রামনগর ১ গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা। অভিযোগ, প্রতি বছর বর্ষার সময় এলাকার বিভিন্ন জায়গায় জল জমে যাচ্ছে। এর জেরে সাধারণ জনজীবন ব্যাহত হচ্ছে। বাড়িতে জল ঢুকে যাচ্ছে। দীর্ঘ বছর ধরে সেই সব রাস্তার মেরামতি হয়নি। তাদের আরও অভিযোগ, পঞ্চায়েতকে অনেকবার লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনও সমাধান করেনি প্রশাসন। এই দাবি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। গেটে তালা ঝুলিয়ে দেন গ্রামবাসীরা। জানা গিয়েছে, সেই সময় পঞ্চায়েতের প্রধান-সহ অন্যান্য পঞ্চায়েত কর্মীরা অফিসের মধ্যেই উপস্থিত ছিলেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ২০-২৫ বছর ধরে তিন-চারটি এলাকা বৃষ্টি হলেই ডুবে যাচ্ছে। এ দিন এক বিক্ষোভকারী বলেন, “প্রতি বছর পঞ্চায়েতের প্রধানকে জানানো হচ্ছে। কিন্তু কোনও ব্যবস্থা নিচ্ছে না। বাড়িতে জল ঢুকে যাচ্ছে। সাপ ঢুকছে ঘরে।” তাদের আরও অভিযোগ, “প্রধানের কাছে অভিযোগ জানাতে গেলে প্রধান দেখা করছেন না। তাই আমরা পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে দিয়েছি।”

পঞ্চায়েতের নির্মাণ সহায়ক প্রদীপ বিশ্বাস দাবি, “আমার এই এলাকার সম্পর্কে জানা নেই। পঞ্চায়েতের সদস্যদের আগেও ডাকা হয়েছিল। কিন্তু তাঁরা আসেননি। একটি দোকান নিয়ে সমস্যা রয়েছে। ওটা পরিস্কার করে দিলেই ঠিক হয়ে যাবে।”


Share