Health System In West Bengal

টানা পাঁচ দিন ধরে হাসপাতালের বহির্বিভাগের সামনে পড়ে রয়েছেন রোগী, অমানবিক ছবি নদিয়ার কল্যাণীতে

নদিয়ার জেএনএম হাসপাতালের বাইরে পরে রয়েছে এইচআইভি পজিটিভ রোগী। টানা পাঁচ দিন ধরে একই ভাবে রয়েছেন তিনি।

কল্যাণীর জেএনএম হাসপাতালের বাইরে পড়ে রয়েছে রোগী।
নিজস্ব সংবাদদাতা: কল্যাণী
  • শেষ আপডেট:১৩ জুলাই ২০২৫ ০৪:০০

নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালের বহির্বিভাগের সামনে গত পাঁচ দিন ধরে পড়ে রয়েছেন এক রোগী। হাসপাতালের বেড তো দুরস্থ, একটা চাদরও জোটেনি তাঁর। অভিযোগ, তাঁকে হাসপাতালের বহির্বিভাগের সামনে ফেলে রেখে চলে গিয়েছে রোগীর ছেলে। রোগীর নাম নিশীথ মৃধা (৭০)। হাসপাতাল সূত্রের খবর, তিনি এইচআইভি পজিটিভ। পরিজনদের বার বার ফোন করা হলেও কেউ হাসপাতালের ফোন তুলছেন না।

জানা গিয়েছে, ওই বৃদ্ধের বাড়ি নদিয়া জেলার চাকদার চাঁদুরিয়া এলাকায়। গত পাঁচ দিন আগে নিশীথকে কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসার জন্য তাঁর ছেলে নিয়ে এসেছিলেন। হাসপাতালে এসে জানতে পারেন, তাঁর বাবা এইচআইভি পজিটিভে আক্রান্ত। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, এই রোগের শুনেই নিশীথের ছেলে নীলেষ মৃধা হাসপাতালের বহির্বিভাগের সামনে তাঁর বাবাকে ফেলে রেখে দিয়ে চলে গিয়েছেন। তারপর থেকেই হাসপাতালের বহির্বিভাগের সামনে বিনা চিকিৎসায় পড়ে রয়েছেন নিশীথ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নিশীথকে অন্যত্র ভর্তি করার কথা বলা হয়েছে। কিন্তু তাঁর ছেলে নিশীথকে বহির্বিভাগের সামনে ফেলে রেখে দিয়ে চলে গিয়েছেন। ছেলে নীলেশকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

হাসপাতালের বেড তো দূরের কথা, গায়ে ঢাকা দেওয়ার জন্য চাদরও জোটেনি নিশীথের কপালে। সম্পূর্ণ নগ্ন অবস্থায় একটি স্ট্রেচারের ওপর শুয়ে যন্ত্রণায় ছটফট করছেন। লড়াই করছেন মৃত্যুর সঙ্গে। এমন অমানবিক ঘটনার খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে, হাসপাতাল কী করে বিনা চিকিৎসায় একটা রোগীকে বাইরে পাঁচ দিন ফেলে রেখেছে।  রাজ্যের হাসপাতালগুলির চিকিৎসার পরিকাঠামো নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।


Share