Accident

বেহাল রাস্তা শ্যামপুরে, কাদায় পিছলে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু মোটরবাইক আরোহীর

বুধবার সকালে হাওড়ার শ্যামপুরে দুর্ঘটনাটি ঘটেছে। যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শ‍্যামপুরের রাস্তার পাশে পড়ে রয়েছে মাটি।
নিজস্ব সংবাদদাতা, শ‍্যামপুর
  • শেষ আপডেট:০৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৬

বেহাল রাস্তা। সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় পিছলে গেল মোটরবাইকের চাকা। এর পরেই পিছন থেকে আসা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল যুবকের। বুধবার সকালে হাওড়ার শ‍্যামপুরে ঘটনাটি ঘটেছে। ঘাতক লরিটিকে পুলিশ আটক করেছে।

পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম শেখ মণিরুল ইসলাম। বয়স ২৮ বছর। মণিরুল উলুবেড়িয়া থানার অমৃতশালী এলাকার বাসিন্দা। এ দিন সকালে তিনি মোটরবাইকে চেপে ৫৮ গেট এলাকায় তাঁর দোকানে যাচ্ছিলেন। সেই সময় মনসাতলার কাছে রাস্তার পাশে জমা করে রাখা মাটিতে বাইকের চাকা পিছলে যায়। মণিরুল রাস্তায় ছিটকে পড়েন। সেই সময় ৫৮ গেটের দিক থেকে আসা একটি ইট বোঝাই লরি তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পানীয় জলের পাইপ লাইনের কাজের জন্য রাস্তার পাশে মাটি খোঁড়া হয়েছিল। কাজ শেষ করার পর সেই মাটি সরিয়ে রাস্তা ঠিক করা হয়নি। দীর্ঘ দিন ধরে মাটি রাস্তার ধারে পড়ে রয়েছে। এর ফলে বৃষ্টিতে কাদা জমেছিল রাস্তায়। রাস্তা পিছল হয়ে গিয়েছে। এই বিষয়ে প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও কোনও কাজ হয়নি। এর পরেই স্থানীয়েরা শ‍্যমপুর রোড অবরোধ করে।

দুর্ঘটনার খবর পেয়ে শ্যামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। স্থানীয়েদের বিক্ষোভ নিয়ন্ত্রণে আসে। ওঠে অবরোধ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠিয়েছে। সেখানেই হবে দেহের ময়নাতদন্ত। লরিটিকে আটক করা হলেও চালক পলাতক। চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


Share