Kalyani Incident

২৪ ঘন্টারও বেশি সময় মায়ের মৃতদেহ আগলে রইল মেয়ে, কল‍্যানীতে চাঞ্চল্য

স্বেচ্ছাসেবী সংগঠনের লোকেরা কল্যাণীর ওই বাড়িতে আসেন। এসে অনেকবার ডাকাডাকি করার মৃতের মেয়ে পিয়ালী দত্ত দরজা খোলেন।

ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীতে।
নিজস্ব সংবাদদাতা: কল্যাণী
  • শেষ আপডেট:০৯ জুলাই ২০২৫ ১১:৪৮

মৃত্যুর পরেও ৭০ বছরের বৃদ্ধার দেহ ২৪ ঘন্টা বেশি সময় ধরে ঘরের মধ্যে আগলে রাখল মেয়ে।

নদিয়ার কল্যাণীর একটি বাড়িতে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম রুমা দত্ত (৭০)। এ দিন দুপুরে বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে সন্দেহ হয় স্থানীয়দের। এর পরেই তারা স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনকে খবর দেন।

স্বেচ্ছাসেবী সংগঠনের লোকেরা কল্যাণীর ওই বাড়িতে আসেন। এসে অনেকবার ডাকাডাকি করার মৃতের মেয়ে পিয়ালী দত্ত দরজা খোলেন। তারা ভিতরে গিয়ে দেখেন রুমা দত্ত নামে বৃদ্ধা মৃত অবস্থায় পড়ে রয়েছেন। তাদের দাবি, মৃতদেহ থেকে দুর্গন্ধ বেরিয়ে গিয়েছে। শরীরের একাধিক অংশ পচন ধরেছে। ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আরও জানিয়েছেন, মৃত বৃদ্ধার মেয়ে পিয়ালী দত্ত, মায়ের মৃতদেহ ঘরের মধ্যে রেখে আগলে বসে আছেন। মৃতদেহটি উদ্ধার করতে গেলে তার মেয়ে তাদের বাধা দেয়। মা মারা গিয়েছেন তা মানতে নারাজ তার মেয়ে পিয়ালি দত্ত।

স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যেরা পিয়ালীকে বোঝান যে তার মাকে চিকিৎসা করাতে হবে, তাই তারা এসেছেন। এর পরে মেয়ে জেদ ধরে, মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তৎক্ষণাৎ একটি অ্যাম্বুলেন্স ডাকা হয়। খবর দেওয়া হয় কল্যাণী থানায়। ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে এম্বুলেন্সে করে ওই বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি নার্সিংহোমে। সেখানে নিয়ে গেলে চিকিৎসাকেরা বলেন, তিনি অনেক আগেই মারা গিয়েছেন। কিন্তু তা-ও মানতে রাজি হননি তার মেয়ে পিয়ালী দত্ত। বলেন, ‘মাকে হাসপাতালে নিয়ে চলো।’ এর পরে মৃতদেহটি কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। সেখানেও পিয়ালী মানতে নারাজ, মা মৃত। হাসপাতালে চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন তিনি।

জানা গিয়েছে, মায়ের মৃতদেহ ২৪ ঘন্টারও বেশি সময় ঘরের মধ্যে আগলে রেখেছিল মেয়ে পিয়ালী দত্ত। এ দিন মায়ের মৃত্যুর খবর শুনে রুমা দত্তের ছেলে স্বরূপ দত্ত হাসপাতালে ছুটে আসেন।

এর আগেও একাধিকবার কলকাতা-সহ বিভিন্ন রাজ্যে মৃতদেহ ঘরে রেখে দেওয়া হয়েছিল দীর্ঘদিন। সেই ঘটনার পুনরাবৃত্তি হল নদিয়ায় কল্যাণীতে।


Share