A Lady Was Physically Harassed Allegedly By Home Owner

বেসরকারি হোমে তরুণীকে শারীরিক নিগ্রহের অভিযোগ উত্তরপাড়ায়, গ্রেফতার মালিক-সহ চারজন

গত বৃহস্পতিবার ওই তরুণী শ্রীরামপুর মহিলা থানায় শারীরিক নির্যাতনের অভিযোগ করেন। পুলিশ অভিযোগ পাওয়ার পরে তদন্ত শুরু করে। পুলিশ চারজনের গ্রেফতার করেছে।

তরুণীকে শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার চারজন।
নিজস্ব সংবাদদাতা, উত্তরপাড়া
  • শেষ আপডেট:১৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:২৮

বেসরকারি হোমের তরুণীকে শারীরিক নিগ্রহের অভিযোগে চারজনকে গ্রেফতার করল পুলিশ। নবগ্রামের একটি হোমে ঘটনাটি ঘটেছে। তরুণীর অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের শ্রীরামপুর আদালতে হাজির করানো হয়েছে।

পুলিশ সূত্রের খবর, গত বৃহস্পতিবার ওই তরুণী শ্রীরামপুর মহিলা থানায় শারীরিক নির্যাতনের অভিযোগ করেন। পুলিশ অভিযোগ পাওয়ার পরে তদন্ত শুরু করে। গতকাল, শুক্রবার ওই হোমের মালিককে গ্রেফতার করেছে। এই মামলায় হোমের সম্পাদকেও গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, হোমের সম্পাদক স্থানীয় নবগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন সদস্য ছিলেন। হোমের মালিক এবং সম্পাদক ছাড়াও দুই কর্মীকেও গ্রেফতার করা হয়েছে। যদিও হোমের কর্মিদের একাংশের দাবি, হোমের মালিক ভালো লোক। মালিককে তারা দীর্ঘদিন ধরে দেখছেন। সে খারাপ কিছু করছে, তা কখনও চোখে পরেনি।

এ দিকে তরুনীকে নির্যাতনের অভিযোগে শাসকদলের নাম জড়াতেই কটাক্ষ করেছে বিজেপি। শনিবার বিজেপিরনবগ্রাম মন্ডল সভাপতি রাজেশ রজক বলেন, “ওঁকে আমরা চিনি। ওঁর অনেকগুলো রূপ আছে। তৃণমূলের সদস্যছিলেন। যদি অভিযোগ সত্যি হয়, তাহলে পুলিশ ব্যবস্থা নিক।“

নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদারের বলেন, “ওই আবাসিক তরুনী খুবই মেধাবী। সরকারিচাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন।ওই হোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে আমাদের দলীয় কার্যালয়ে এসেছিলেন। আমরা বলেছিলাম, পুলিশে অভিযোগ জানাতে।”ঘটনায় তৃণমূলের নাম জড়ানোয়, অপূর্বজানিয়েছেন, “অভিযুক্ত এখন আর করেন না।”

প্রসঙ্গত, গতকালই উত্তরপাড়ার একটি নেশামুক্তি কেন্দ্রের মালিককে শিলনোড়া দিয়ে থেঁতলে খুন করে পালিয়েযায় দুই আবাসিক। কয়েকমাস আগে অন্য একটি নেশামুক্তি কেন্দ্রে এক আবাসিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল।


Share