Human Skeleton

চুঁচুড়া দাসপাড়ায় মানুষের কঙ্কাল, উদ্ধার করে ফরেন্সিকের জন্য পাঠাল পুলিশ

আজ, বৃহস্পতিবার সকালে ২৭ নম্বর ওয়ার্ডের দাসপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে।

চুঁচুড়ার আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হয়েছে মানুষের কঙ্কাল।
নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া
  • শেষ আপডেট:১৭ জুলাই ২০২৫ ১২:০২

হুগলির চুঁচুড়া পুরসভার ময়লা ফেলার যায়গা থেকে উদ্ধার হয়েছে মানুষের কঙ্কাল-হাড়। আজ, বৃহস্পতিবার সকালে ২৭ নম্বর ওয়ার্ডের দাসপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে কঙ্কালগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে।

এ দিন সকালে চুঁচুড়া পুরসভার সাফাইকর্মীরা আর্বজনা তুলতে সেখানে যান। সেই ডাস্টবিন পরিষ্কার করার সময় তাঁরা দেখেন, প্লাস্টিকে মোড়া কিছু একটা পড়ে রয়েছে। তা খুলে দেখতেই চোখ কপালে ওঠে তাঁদের। তাঁদের দাবি, ওই প্লাস্টিকের ব্যাগে মানুষের মাথার খুলি এবং বেশ কিছু হাড় পড়ে রয়েছে। শুরু হয় হৈচৈ। কঙ্কাল দেখতে ভীড় জমায় এলাকার বাসিন্দারা। তাঁরাই চুঁচুড়া থানায় খবর দেন। ঘটনাস্থলে আসে পুলিশের একটি দল। পুলিশ কঙ্কালগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে।

জানা গিয়েছে, এলাকায় কোনও সিসিটিভি ক্যামেরা নেই। তাই কখন এই কঙ্কালগুলি ফেলা হয়েছে তা স্পষ্ট নয়। স্থানীয়দের দাবি,এলাকায় কেউ মারা গেছে এমন খবরও নেই। চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনার জন্য কঙ্কাল প্রয়োজন হয়। উদ্ধার হওয়া কঙ্কাল যেহেতু পুরোনো তাই এই কঙ্কালগুলি সেই রকমের কোনও কাজে ব্যবহার করার জন্য আনা হয়েছিল কিনা তা তার খোঁজ নিচ্ছে পুলিশ। পাশাপাশি ওই ওয়ার্ডের বাইরে থেকে কেউ এসে ফেলে গিয়েছে কিনা তা-ও খতিয়ে দেখছে পুলিশ। কঙ্কালের ফরেনসিক পরীক্ষা হবে হবে পুলিশ সুত্রের খবর।


Share