Accident

গাড়িতে সজোরে ধাক্কা মেরে পালানোর চেষ্টা লরির, বড় বিপদ থেকে রক্ষা রাজ্যের মন্ত্রীর

হাওড়ার সলপের লালবাড়ির কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ লরির চালককে গ্রেফতার করেছে।

দুর্ঘটনার কবলে রাজ্যের মন্ত্রীর গাড়ি।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট:৩১ আগস্ট ২০২৫ ০৯:০২

দুর্ঘটনার কবলে রাজ্যের মন্ত্রীর গাড়ি। গাড়ির পিছনে সজোরে লরির ধাক্কা মারে। এর জেরে গাড়ির পিছনের বনেট ক্ষতিগ্রস্ত হয়েছে। বরাত জোরে প্রাণে রক্ষা পেয়েছেন রাজ্যের এক গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী। রবিরার দুপুরে হাওড়ার সলপ মোড়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ লরির চালককে গ্রেফতার করেছে। 

রবিবার রাজ‍্যের দুর্গাপুর থেকে ফিরছিলেন রাজ‍্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী ও দুর্গাপুর পূর্বের তৃণমূল বিধায়ক প্রদীপ মজুমদার। ধনধান্য স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছিলেন তিনি। জানা গিয়েছে, সলপের লালবাড়ির কাছে একটি লরি প্রথমে স্কুটিকে ধাক্কা মারে। সেই সময় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কনভয় হাওড়ার সলপ মোড় থেকে কলকাতার দিকে যাচ্ছিল। স্কুটিকে ধাক্কা মেরে লরিটি নিয়ন্ত্রণ হারায়। এর পরেই দু-দু’বার মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে।

এর পরেই লরিটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে মন্ত্রীর গাড়িতে থাকা দেহরক্ষীরা লরিটিকে ধাওয়া করে ধরে ফেলেন। ঘটনাস্থলে আসে আসে বিশাল পুলিশ বাহিনী। আটক করা হয়েছে লরিটিকে। লরির চালককে গ্রেফতার করা হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার জেরে মন্ত্রীর গাড়ির পিছনের বনেট ক্ষতিগ্রস্ত হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, তাঁর পায়ে সামান্য আঘাত লেগেছে। জানা গিয়েছে, এ দিন মন্ত্রী দুর্ঘটনার পরেই গাড়ি থেকে নেমে যান। যে স্কুটিটি দুর্ঘটনার কবলে পড়েছিল, তাঁর চালকেরও খোঁজখবর নেন। তিনি বলেন, “লরির চালককে আমার দেহরক্ষীরা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ তদন্ত করছে। আমি সুস্থ আছি।”


Share