Konnagar Murder

স্ত্রীকে খুন করে নিজের দিদিকে প্রণাম! থানায় আত্মসমর্পণ করল কোন্নগরের প্রাক্তন পুরকর্মী

অশোকের পরিবারের লোকজনের দাবি, প্রায়ই সবিতার সঙ্গে তাঁর ঝামেলা হতো। মঙ্গলবার রাতেও দু’জনের মধ্যে ঝামেলা হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, কোন্নগর
  • শেষ আপডেট:২০ আগস্ট ২০২৫ ০১:০০

প্রথমে স্ত্রীকে খুন, তার পরে নিজের দিদিকে প্রণাম। এর পরেই থানায় গিয়ে আত্মসমর্পণ করল অভিযুক্ত স্বামী। হুগলির কোন্নগরে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল অভিযুক্ত স্বামীর। পুলিশ তাকে গ্রেফতার করেছে। দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কোন্নগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায় ঘটনাটি ঘটেছে। ধৃতের নাম অশোক চট্টোপাধ্যায়। তিনি কোন্নগর পুরসভার প্রাক্তন কর্মী। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার স্ত্রী সবিতা চট্টোপাধ্যায়কে খুন করেন। এর পরেই পাশের বাড়িতে দিদি চন্দনা চট্টোপাধ্যায়ের কাছে যান। তার পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তখন তার চোখ ছিল ছলছল। দিদি জানতে চান, ‘কী হয়েছে?’। সদুত্তরে অশোক জানান, ‘দু’দিন পরে আসব।’ চন্দনার কথা দিদি সবিতা জানতে চাইলে তিনি বলেন, ‘আসছে…’। এর পরেই তিনি বড়ি থেকে বেরিয়ে যান।

পাশেই থাকেন অশোক চট্টোপাধ্যায়ের তুতো ভাইয়ের পরিবার। তাদের দাবি, বাড়ি থেকে বেরিয়ে রাস্তা থেকে ত্রিবেনীতে থাকা এক বোনকে অশোক ফোন করেন। জানান, সবিতাকে তিনি খুন করেছেন। তারা এসে দেখেন, দরজায় তালা ঝুলছে। স্ত্রীকে খুন করে দরজা বন্ধ করে চলে গিয়েছেন। এর পরেই থানায় খবর দেওয়া হয়। 

পুলিশ ঘটনাস্থলে এসে সবিতা চট্টোপাধ্যায়ের দেহ উদ্ধার করে। পুলিশ সুত্রের, সবিতার গলায় ওরনা জড়ানো ছিল। বিছানায় পড়ে ছিল ওই গৃহবধূর দেহ। পরিবারের দাবি, অশোক কোন্নগর পুরসভার কর্মী ছিলেন। পরে তাকে বসিয়ে দেওয়া হয়। তার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন। দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। জানা গিয়েছে, বর্তমানে তিনি কিছু করতেন না। বাজারে থেকে ঋণও নিয়েছিলেন অশোক। গতকাল রাতেও সবিতার সঙ্গে ঝামেলা হয়। তার পরেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পরিবার।

এ দিন শ্রীরামপুরের ডেপুটি কমিশনার অর্ণব বিশ্বাস বলেন, “অভিযুক্ত নিজে থানায় এসে আত্মসমর্পণ করেছেন। দু’জনের মধ্যে ঝামেলা চলছিল। সেই সময় গলা টিপে ধরে।” দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


Share