Drowning

সাঁতার না জেনেও বন্ধুকে বাঁচাতে পুকুরে ঝাঁপ! বেলুড়ে জলে ডুবে মৃত দুই কিশোর

দু’জনের বয়স ১৪ বছর। একজনের বাড়ি বেলুড়ের লালাবাবু সায়র রোডে। অন‍্যজনের বাড়ি বালির জিটি রোডে।

বেলুড়ে পুকুরের জলে তলিয়ে গিয়ে মৃত্যু দু’জনের।
নিজস্ব সংবাদদাতা, বেলুড়
  • শেষ আপডেট:৩১ আগস্ট ২০২৫ ১২:৫৭

বন্ধু জলে ডুবে যাচ্ছে। সাহায্যের হাত বাড়িয়ে তাঁকে বাঁচাতে জলে ঝাঁপ দিল আরেক বন্ধু। এর পরেই বিপত্তি। বন্ধুকে বাঁচানো তো দুরস্থ, দু’জনেরই জলে ডুবে মৃত্যু হল। শনিবার হাওড়ার বেলুড় মঠের কাছে ঠাকুরদাস ঘোষ স্ট্রিটের নোনা পুকুরে ঘটনাটি ঘটেছে। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মৃত দুই কিশোরের নাম অঙ্কিত মিশ্র এবং গুড্ডু গোঁড়। দু’জনের বয়স ১৪ বছর। একজনের বাড়ি বেলুড়ের লালাবাবু সায়র রোডে। অন‍্যজনের বাড়ি বালির জিটি রোডে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁরা তিন জনে লিলুয়ার রেলের মাঠে ফুটবল খেলতে গিয়েছিল। ফেরার পথে ওই পুকুরে সামনে আসে।

জানা গিয়েছে, শনিবার বিকেল ৪টে নাগাদ তিন বন্ধু সাইকেলে করে এসে নোনা পুকুরের সামনে এসে দাঁড়ায়। স্থানীয়দের দাবি, তাঁরা পুকুরে হাত-পা ধুতে নেমেছিল। লাগাতার বৃষ্টির জেরে পুকুরের জলস্তর বেড়েছে। ঘাটগুলিতে শ‍্যাওলার জেরে পিছলও হয়েছে। কোনও রকমে এক কিশোর জলে পড়ে যায়। বন্ধুকে ডুবতে দেখে জলে ঝাঁপ দেয় আরেক বন্ধু। সেও সাঁতার জানত না বলেই খবর। এর পরে দু’জনেই জলে তলিয়ে যায়।

তৃতীয় বন্ধু তা দেখে চিৎকার শুরু করে। স্থানীয়েরা ঘটনাস্থলে ছুটে আসে। জলে নেমে তাঁদের বাঁচানোর চেষ্টা করলেও বাঁচানো সম্ভব হয়নি। বেশ কিছু ক্ষণ ধরে খোঁজাখুঁজির চলে। এর পর স্থানীয়েরা দু’জনকে জল থেকে তুলে লিলুয়ার রেল হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ বাড়ির লোকেদের খবর দেয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি এর নেপথ্যে অন‍্য কোনও কারণ রয়েছে তা-ও খতিয়ে দেখছে পুলিশ। রহস‍্যমৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। 


Share