Job Scam

ইডিকে দেখে পালানোর চেষ্টা জীবনকৃষ্ণের, আবারও ছুড়লেন মোবাইল, নর্দমা থেকে উদ্ধার, চলছে জিজ্ঞাসাবাদ

নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে চলছে ইডির তল্লাশি অভিযান। পাশাপাশি জীবনকৃষ্ণের পিসি সাঁইথিয়া পুরসভার তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও চলছে তল্লাশি অভিযান।

বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ইডির তল্লাশি অভিযান।
নিজস্ব সংবাদদাতা, বড়ঞা
  • শেষ আপডেট:২৫ আগস্ট ২০২৫ ১২:১৮

এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সকালেই বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছে গিয়েছে ইডি। অভিযোগ, ইডি আধিকারিকদের দেখতেই তিনি পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন। শুধু তাই নয়, তাঁর দুটো মোবাইল ফোনও পুকুরের দিকে ছুড়ে ফেলার চেষ্টা করেন। অবশেষে বাড়ির পাশের নর্দমা থেকে তা উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা ফোনের পাসওয়ার্ড জানার চেষ্টা করছেন।

সোমবার সকাল থেকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কলকাতা-সহ জেলার একাধিক যায়গায় ইডি অভিযানে নেমেছে। সেই মতো সকালে মুর্শিদাবাদের আন্দির গ্রামে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকদের একটি দল। সুত্রের খবর, আধিকারিকদের দেখেই তিনি বাড়ির পিছনের দরজা দিয়ে বেরোন। তার পরেই পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন। কিন্তু তা ব্যর্থ হয়। কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানেরা ধাওয়া করে ধরে ফেলেন। তাঁকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, জীবনকৃষ্ণের বাড়িতে পাঁচজন আধিকারিক রয়েছেন। পাশাপাশি জীবনকৃষ্ণ সাহার গাড়ির চালক রাজেশ ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বাড়িতেও পৌঁছে গিয়েছে তদন্তকারীরা।

ইডি সুত্রের খবর, আধিকারিকদের দেখে দুটো ফোন পাশের পুকুরের দিকে ছোড়েন। প্রথমে আধিকারিকরা তা বুঝতে পারেননি। বেশ কিছু ক্ষণ পরে পুকুরের পাশে নর্দমা থেকে সেই মোবাইল ফোন দুটি উদ্ধার করা হয়। কী অবস্থায় রয়েছে মোবাইলগুলি, তাতে কী তথ‍্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের সঙ্গে অসহযোগিতার অভিযোগ উঠেছে। অভিযোগ, তিনি দুটি ফোনের পাসওয়ার্ড কি, তা বলছেন না তিনি। ইডি সুত্রে এ-ও জানা গিয়েছে, গত ৯০ দিনের কল রেকর্ড ধরে জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ছাড়াও বীরভূমের সাঁইথিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও ইডি গিয়েছে। মায়া সাহা তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সম্পর্কে পিসি। এ ছাড়াও, মহিষগ্রামে রাজেশ সাহার বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩ সালে ১৭ এপ্রিল বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছিল সিবিআই। তার আগে এই বাড়িতেই দীর্ঘ ক্ষণ ধরে তল্লাশি অভিযান চালানো হয়। সেই সময়ও প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মোবাইল ফোন পুকুরের জলে ছুড়ে ফেলে দিয়েছিলেন। পুকুরের জল ছেঁচে মোবাইল উদ্ধার করা হয়েছিল। ২৩ মাস পরে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান। এ বার ইডি আধিকারিকদের দেখে একই কান্ড ঘটানোর চেষ্টা করলেন।


Share