One Dead In Rejinagar Blast

ডোমকলের পরে রেজিনগরে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত এক, দেহ পুঁতে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা, গ্রেফতার এক দুষ্কৃতী

শুক্রবার রাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া এলাকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। জানা গিয়েছে, একটি নির্মীয়মাণ বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছোয়। শনিবার সকালে ফের ঘটনাস্থলে যায় পুলিশ।

রেজিনগরে বোমা বিস্ফোরণে মৃত এক।
নিজস্ব সংবাদদাতা, রেজিনগর
  • শেষ আপডেট:০৪ অক্টোবর ২০২৫ ০৫:৪১

মুর্শিদাবাদের ডোমকলের পরে রেজিনগরে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক জনের। এর পরেই ঘটনা ধামাচাপা দিতে মাটিতে দেহ পুঁতে রাখা হয়েছিল। সকাল থেকেই নিখোঁজ ছিল ওসমান বিশ্বাস নামে এক দুষ্কৃতী। ঘটনার পরে পলাতক ছিল কয়েক জন। তাদের মধ্যে একজন ধরা পড়েছে। ধৃতের নাম ওয়াজ করিম। তাকে জিজ্ঞাসাবাদ করেই এমন তথ্য জানতে পেরেছে পুলিশ। ধৃতকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছে।

শুক্রবার রাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া এলাকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। জানা গিয়েছে, একটি নির্মীয়মাণ বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছোয়। ওই সময় কারোর দেখা না পেলে শনিবার সকালে ফের ঘটনাস্থলে যায় পুলিশ।

বিস্ফোরণের পর থেকেই এলাকা থেকে ওসমান বিশ্বাস নামে এক দুষ্কৃতীকে নিখোঁজ ছিল। ওসমান তকিপুর পিলখানা এলাকার বাসিন্দা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শুক্রবার রাতে রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়ার যে এলাকায় বিস্ফোরণ হয়েছিল সেখানে উপস্থিত ছিল এই নিখোঁজ ব্যক্তি ওসমান বিশ্বাস। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিল সে। ধৃত ওয়াজ করিমের দাবি, বিস্ফোরণে মৃত্যু হয় ওই ব্যক্তির। তার দেহ লোপাট করার জন্য ওই এলাকার একটি জায়গায় পুঁতে দেওয়া হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেই জায়গাটিকে চিহ্নিত করে পুলিশ। ধৃতকে সঙ্গে নিয়ে গিয়ে মৃতদেহ মাটি থেকে তোলা হয়।

এই ঘটনা প্রসঙ্গে বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই বলেন, “বোমা ফেটে ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়। প্রমাণ লোপাট করতে তার মৃতদেহ ঘটনাস্থলের কাছেই মাটি খুঁড়ে পুঁতে রাখে দুষ্কৃতীরা। পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। প্রাথমিক জেরা করে ধৃত ব্যক্তির কাছ থেকে ওই মৃতদেহ মাটিতে পুঁতে রাখার কথা জানা গিয়েছে।”

শনিবার সকালে নিখোঁজের ব্যক্তির স্ত্রী সামিরা বিবির দাবি করেন, শুক্রবার রাত সাড়ে সাতটা নাগাদ একটি মোটরবাইকে করে তিনজন তাদের বাডিতে আসে। তার স্বামীকে বোমা বাঁধার জন্য ডেকে নিয়ে গিয়েছিল। তাদের মধ্যে এক জনকে তিনি চিনতে পারলেও বাকি দুই জনের মুখ গামছা দিয়ে ঢাকা ছিল বলেই জানায় সে। এক জনকে গ্রেফতার করা গেলেও বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। 


Share