One Woman Dead Due To Explosion

ডোমকলে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, হাসপাতালে মৃত্যু হল তৃণমূলের বুথ সভাপতির মা’র, বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের

ঘটনাস্থল পরীক্ষা করে দেখা হয়েছে। এ দিনের ঘটনার প্রসঙ্গে ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, “ওই মহিলা যে ভাবে জখম হয়েছে, তাতে সেও বোমা বাঁধছিল বলে অনুমান। ঘটনার সময় সময় বাড়িতে আর কে বা কারা ছিলেন, তা জানতে তদন্ত শুরু হয়েছে।”

প্রতীকী ছবি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:০৩ অক্টোবর ২০২৫ ১১:৪২

বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। সেই বিস্ফোরণে মৃত্যু হল এক গৃহবধূর। শুক্রবার মুর্শিদাবাদের ডোমকলে ঘটনাটি ঘটেছে। মৃতার নাম সিদ্ধাতুন খাতুন। পুলিশ সিদ্ধাতুনের স্বামী গফর মন্ডলকে আটক করেছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

শুক্রবার সকালে মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকার নিশ্চিন্তপুর গ্রামে ওই বাড়িতে বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে এলাকা। পুলিশ সুত্রের খবর, গৃহবধূর বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় কোনও ভাবে তা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় সিদ্ধাতুনকে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীনই তার মৃত্যু হয়। ঘটনার পরেই স্বামী গফর মন্ডলকে পুলিশ আটক করেছে। পুলিশের দাবি, গফরের বাড়িতে বোমা মজুত করে রাখা ছিল। এর পাশাপাশি বোমা বাঁধারও কাজ চলছিল।

স্থানীয় সুত্রের খবর, মৃতা সিদ্ধাতুন খাতুন কামুড়দিয়ার ঘাটপাড়ার তৃণমূলের বুথ সভাপতি গিয়াস মণ্ডলের সৎমা। গিয়াসের মা’য়ের মৃত্যুর পরে তার বাবা গফর মণ্ডল সিদ্ধাতুনকে বিয়ে করেন। বর্তমানে তাদের চার বছরের সন্তানও রয়েছে বলে জানা গিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর থেকে তাদের সন্তানের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল পরীক্ষা করে দেখা হয়েছে। এ দিনের ঘটনার প্রসঙ্গে ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, “ওই মহিলা যে ভাবে জখম হয়েছে, তাতে সেও বোমা বাঁধছিল বলে অনুমান। ঘটনার সময় সময় বাড়িতে আর কে বা কারা ছিলেন, তা জানতে তদন্ত শুরু হয়েছে।” 

এমন ঘটনার প্রসঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি হাজিকুল ইসলাম বলেন, “বোমা বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। আমি বাইরে আছি। সেই কারণে খোঁজখবর নিতে পারিনি।” মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবুতাহের খান বলেন, “আমি কিছুই জানি না। যার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সে  আমাদের দলের বুথ সভাপতি কি না, সে ব‍্যাপারে খোঁজখবর নেব।”


Share