Jewellery Shop Looted

ক্রেতা সেজে আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানে ঢুকে ডাকাতির অভিযোগ ডানকুনিতে, তদন্তে পুলিশ

আজ, রবিবার বিকেলে হুগলির ডানকুনিতে ঘটনাটি ঘটেছে। দোকানের সমস্ত সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। তদন্ত শুরু করেছে পুলিশ।

সোনার দোকানের গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।
নিজস্ব সংবাদদাতা: ডানকুনি
  • শেষ আপডেট:০৩ আগস্ট ২০২৫ ০৮:২৬

ক্রেতা সেজে সোনার দোকানে  ঢুকে লক্ষাধিক টাকার সোনার গয়না লুঠের অভিযোগ উঠল হুগলির ডানকুনিতে। দোকানের মালিককে আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাতও করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

জানা গিয়েছে, রবিবার বিকেল চারটে নাগাদ ডানকুনি চারমাথা মোড়ে একটি সোনার দোকানে ক্রেতা সেজে কয়েকজন দোকানে প্রবেশ করে। তাঁদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। সেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে মালিককে ভয় দেখায়। দাবি না মানায় সেই আগ্নেয়াস্ত্র দিয়ে সেনার দোকানের মালিককে আঘাত করে দুষ্কৃতীরা। সেই সময় দোকানে কয়েকজন ক্রেতা ছিলেন। তাঁদেরকে বেধে রাখা হয়। দোকানের মালিকের অভিযোগ, প্রায় ২০ মিনিট ধরে দোকানে থাকা সমস্ত সোনার জিনিস লুঠ করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।

ইতিমধ্যেই এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। যাতে দেখা যাচ্ছে কয়েকজন দুষ্কৃতী সিঁড়ি দিয়ে উঠে দেকানে প্রবেশ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডানকুনি থানার পুলিশ। আশেপাশের এবং দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে তদন্তকারীরা। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

এ দিন বাপন দাস নামে এক ক্রেতা বলেন, “আমরা দেকানে কেনাকাটি করতে গিয়েছিলাম। তখন পাঁচজন দোকানে ঢুকে পড়ে। তাঁদের সবার হাতে অস্ত্র ছিল। আমাদের হাত বেধে দেয়। ওদের মধ্যে কেউ হিন্দি কেউ বাংলা ভাষায় কথা বলছিল। দু’জনের মুখ ঢাকা ছিল। বাকিদের মুখ খোলাই ছিল।”


Share